চলবে মেট্রোর কাজ! বাইপাশের চিংড়িঘাটা ক্রশিংয়ে যান নিয়ন্ত্রণ কলকাতা পুলিশের

জোরকদমে চলছে এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রো রুটের নির্মাণ কাজ। ইএম বাইপাশের চিংড়িঘাটা ক্রশিংয়ে শুরু হয়েছে প্রকল্পের পিলার তৈরির কাজ। সেই কাজের জন্য সময় বরাদ্দ করা হয়েছে নির্দিষ্ট কয়েকটি দিন। শুক্রবার এই কাজ শুরু হয়েছে, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সেক্ষেত্রে মেট্রোর কাজের জন্য ব্যস্ততম এই ক্রশিংয়ে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিছু যানবাহনের যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে। এক্ষেত্রে নিউটাউন-সল্টলেকমুখী গাড়িগুলির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বিকল্প রুটের কথা জানিয়েছে কলকাতা পুলিশ।

সেখানে বলা হয়েছে, যে ছোট গাড়িগুলি নিউটাউন এবং সেক্টর ফাইভের দিকে যাবে, সেগুলি সল্টলেক স্টেডিয়াম রোড বা ব্রডওয়ে বা জলবায়ু বিহার হয়ে ঘুরে যেতে পারে। নিউটাউন বা সল্টলেক সেক্টর ফাইভগামী বাসগুলিকে যেতে হবে ব্রডওয়ের রাস্তা ধরে। যে গাড়িগুলি উল্টোডাঙার দিক থেকে আসছে সেগুলি জলবায়ু বিহারের সামনের সার্ভিস রোড দিয়ে যাবে। এর আগে গত ২৪ জানুয়ারি চিংড়িহাটা ক্রসিংয়ে পরিদর্শন করেন আরভিএনএল, কলকাতা পুরসভা, পুলিশ এবং কেএমডিএ কর্তারা। যৌথ পরিদর্শনের পর চলতি মাসের ২১ তারিখ চিংড়িহাটা ক্রসিংয়ে মেট্রোকে ট্রায়ালের অনুমতি দেয় পুলিশ। এই ট্রায়ালের পরিপ্রেক্ষিতেই মেট্রোর ৩১৯ নম্বর স্তম্ভ নির্মাণের জন্য আরভিএনএলকে চূড়ান্ত অনুমোদন দেবে কলকাতা পুলিশ। চূড়ান্ত অনুমোদন পেলে ৭৫ দিনের জন্য ইএম বাইপাসের চিংড়িহাটা ক্রশিংয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করাহবে।

আরও পড়ুন- কর্তব্যরত মহিলা পুলিশকর্মীকে মা.রধর সহকর্মীর! সত্যতা যাচাই করছে হাওড়া সিটি পুলিশ