Wednesday, May 7, 2025

অনলাইনে খাবার কিনে প্র.তারিত ভারতীয় ক্রিকেটার দীপক চাহার, সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজেই

Date:

অনলাইনে খাবার কিনে প্রতারিত ভারতীয় দলের ক্রিকেটার দীপক চাহার। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথাই নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন দীপক। দীপক জানান, অনলাইনে খাবার কিনেছিলেন। অথচ তিনি খাবার হাতে পাওয়ার আগেই মোবাইলের অ্যাপে ফুটে ওঠে, তিনি খাবার পেয়ে গিয়েছেন। গোটা বিষয় অবাক হয়ে যান দীপক। এরপর দীপক সংশ্লিষ্ট সংস্থার দফতর ফোন করলে, তাঁকে ‘মিথ্যাবাদী’ বলা হয় বলে অভিযোগ করেন তিনি।

এই নিয়ে দীপক লেখেন, “ ভারতে নতুন প্রতারণা। অনলাইন এই অ্যাপ দেখাচ্ছে, আমাকে খাবার পৌঁছে দেওয়া হয়েছে! অথচ আমি কিছুই পাইনি। সংস্থার গ্রাহক পরিষেবায় ফোন করে বিষয়টি জানালে দাবি করা হয়েছে, আমাকে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। তবু আমি মিথ্যা বলছি। আমি নিশ্চিত বহু মানুষ এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। এই অনলাইন অ্যাপকে সংযুক্ত করে সবাই নিজেদের অভিজ্ঞতা জানান। “

দীপকের এই লেখা পোস্ট হতেই ভাইরাল। এরপরই নড়েচড়ে বসে ওই অনলাইন অ্যাপের কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় সংস্থাটির তরফে দীপকের ক্ষোভের উত্তরে লেখা হয়, ‘‘দীপক, আমরা আপনার অভিজ্ঞতার কথা জেনে অত্যন্ত উদ্বিগ্ন। এমন অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। এই ধরনের বিষয়গুলি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বিষয়টির দ্রুত সমাধানের জন্য আমরা বিস্তারিত ভাবে খতিয়ে দেখছি।’’ এরপর দীপক আবার লেখেন, ‘‘আমি বিষয়টি তুলে ধরতে চেয়েছিলাম। কারণ বহু মানুষ এরকম সমস্যায় পড়েন। টাকা ফেরত দিয়ে এরকম সমস্যার সমাধান হয় না। টাকায় মানুষের পেট ভরে না।”

আরও পড়ুন- জুরেলের দুরন্ত ইনিংস, ধ্রুভকে নিয়ে বিশেষ বার্তা কেকেআর ব্যাটারের

Related articles

অপারেশন সিন্দুরের উত্তর দিতে দুঘণ্টার বৈঠক! জাতীয় পতাকায় দফন জঙ্গিদের

রাতের অন্ধকারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতের অপারেশন সিন্দুর। ২৫ মিনিটে ২৪ মিসাইল ও ড্রোন হামলা সফলভাবে চালায়...

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...
Exit mobile version