Thursday, August 21, 2025

ফের ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন

Date:

গুরুতর অসুস্থ বাংলাদেশের সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আগেই ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। ফের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ‘গানের পাখি’। ৬৯ বছর বয়সী এই সঙ্গীতশিল্পীকে ভর্তি করা হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে। সেখানেই চিকিৎসা চলছে কিংবদন্তী এই শিল্পীর।
২০০৭ সালে তাঁর শরীরে প্রথমবার ক্যান্সার ধরা পড়ে। সেই সময়েও সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। সুস্থ হয়ে ফিরে আসার পর তিনি পের গান করতে শুরু করেছিলেন। কিন্তু আবার তিনি অসুস্থ হয়েছেন। জানা গিয়েছে, এবার ওরাল ক্যন্সারে আক্রান্ত হয়েছেন সাবিনা ইয়াসমিন। বর্তমানে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে তাঁর চিকিৎসা চলছে।পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। সিঙ্গাপুরের হাসপাতালে এই কিংবদন্তী গায়িকার একটি সার্জারি করা হয়েছে। দ্রুত দেওয়া হবে রেডিওথেরাপি।

তবে কবে থেকে সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি, তা জানাতে চাননি তার পরিবার।পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের জগতে বিচরণ করছেন সাবিনা ইয়াসমিন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র রুনা লায়লা ছাড়া তাঁর সমকক্ষ আর কেউ নেই।কিশোর কুমার ও মান্না দে’র সঙ্গেও গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন।আনিসুর রহমান এবং আমীর হোসেইনের সঙ্গে বিচ্ছেদের পরে সাবিনা ইয়াসমিন বিয়ে করেন কবীর সুমনকে। ২০০০ সালে তাঁদের বিয়ে হয়। সাবিনা ইয়াসমিনের দুটি সন্তানও আছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version