Tuesday, May 6, 2025

কেন্দ্রের বকেয়া একশো দিনের কাজের টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করে দিচ্ছে নবান্ন। সোমবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো শুরু হয়ে যাবে। আগামী পয়লা মার্চের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। নবান্ন সূত্রে খবর, জিটিএ এলাকা সহ রাজ্যের ২২টি জেলায় একশো দিনের কাজের মজুরি বাবদ বকেয়া দু হাজার ছশো পঞ্চাশ কোটি টাকারও বেশি টাকা দিয়ে দেওয়া হয়েছে। এরমধ্যে গোর্খাল্যান্ড ট্রাইবুনাল অ্যাসোসিয়েশনের প্রাপ্য ১২৯ কোটি ৪২ লক্ষ ৮৯ হাজার ৭২৮ টাকা।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি সোমবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে একশো দিনের কাজের মজুরি। এই প্রসঙ্গে জিটিএ মুখপাত্র এস পি শর্মা জানান, কেন্দ্রীয় সরকার নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। কিন্তু কেন্দ্র এই কথা বুঝতে পারেনি যে, এতে খেটে খাওয়া মানুষগুলিও সমস্যায় পড়ে যাচ্ছেন। রাজ্যের এই সিদ্ধান্ত আগামী লোকসভা ভোটেও প্রভাব ফেলবে।

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্র যদি একশোর দিনের কাজের টাকা না দেয়, তাহলে রাজ্য সরকার তা মিটিয়ে দেবে। এর আগে একশো দিনের কাজের টাকা আদায়ের দাবিতে দিল্লিতে গিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। ইতিমধ্যে কেন্দ্রের কাছে প্রাপ্য টাকা আদায় নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা-অভিষেকের এই যৌথ প্রতিশ্রুতি এবার বাস্তবে পর্যবসিত হতে চলেছে।

আরও পড়ুন- প্র.য়াত পরিচালক কুমার সাহানি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

 

Related articles

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...
Exit mobile version