Saturday, November 15, 2025

অভিযোগ পেয়েই পদ থেকে সরানো হল অজিতকে, আগে কেন বলেননি: তোপ কুণালের

Date:

সন্দেশখালিতে বিশৃঙ্খলা শুরু হওয়ার পর থেকেই প্রশাসনের পক্ষ থেকে মানুষের অভিযোগ শোনার কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে তৃণমূলের পক্ষ থেকেও দলীয় কর্মীদের বেনিয়মে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। রবিবারও তার ব্যতিক্রম হল না। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়া নেতা অজিত মাইতিকে রাতারাতি পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানালেন মন্ত্রী পার্থ ভৌমিক। অন্যদিকে ‘ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান’ নিয়ে অজিত মাইতি যে দাবি করেছেন তাকেও কটাক্ষ করা হয় দলের শীর্ষ নেতৃত্বের তরফে।

জমি ও টাকা না দেওয়ার অভিযোগ নিয়ে সন্দেশখালির মানুষের অভিযোগ শুনছেন খোদ রাজ্যের দুই মন্ত্রী। সাধারণ মানুষের অভিযোগের তির স্থানীয় যে নেতার বিরুদ্ধে উঠেছে তার বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে তৃণমূল নেতৃত্ব। উত্তম সর্দার থেকে সিরাজ শেখ – তৃণমূলের একাধিক পদাধিকারীকে অভিযোগের ভিত্তিতে পদ থেকে সরিয়ে দিতে বিন্দুমাত্র সময় নেয়নি নেতৃত্ব। রবিবারও মন্ত্রী পার্থ ভৌমিক বলেন যে দল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সরাতে এক মিনিট ভাবেনি, তার কাছে সন্দেশখালির নেতাদের সরানো শুধু অভিযোগের অপেক্ষা।

শনিবার মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছিলেন স্থানীয় অঞ্চল সভাপতির পদ থেকে সিরাজ শেখকে সরিয়ে অঞ্চল সম্পাদক অজিত মাইতিকে সভাপতি করা হয়েছে। রবিবার ফের বেড়মজুর গ্রামের মানুষ অঞ্চল সভাপতি অজিত মাইতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ তোলেন তাঁর বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রামের ৭০ জন যুবকের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন অজিত। গ্রামবাসীদের তাড়া খেয়ে গেট খোলা থাকা একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। এমনকি তালা দেওয়ার চেষ্টা করেন। তালা খুঁজে না পেয়ে গামছা দিয়ে গেট বন্ধ করে থাকেন। এদিকে বাড়ির মালিক স্নান সেরে এসে বাড়ি ঢুকতে না পেরে বিপাকে পড়েন। এমনকি বাড়ি ঢোকার পরও অজিত সেখানে থাকায় ঘরে তালা দিয়ে নিমন্ত্রণ খেতে যেতে না পেরে অভিযোগ করেন তিনি। পরে ঘটনাস্থলে আসেন বারাসাত ডিআইজি ভাষ্কর মুখোপাধ্যায়, পুলিশ সুপার হাসান মেহদি।

সেই সময়ই অজিত মাইতি দাবি করেন ২০১৯ সালে জোর করে তাঁকে তৃণমূলে যোগদান করানো হয়। যদিও বাইরে বিক্ষোভ দেখাতে থাকা মহিলারা দাবি করেন নিজের লাভের জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন অজিত মাইতি। তৃণমূল নেতৃত্বর দাবি অভিযোগ থাকলে এতদিন পরে কেন জানাচ্ছেন তিনি। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, ‘যতদিন অভিযোগ ওঠেনি ততদিন তাঁর জোর করে এসেছেন এটা মনে হয়নি? এতদিন পরে তিনি বলছেন চাপে পড়ে এসেছেন, একথা বললে তো লোকে হাসবে।’

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version