Friday, August 22, 2025

লোকসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আধার কার্ড বাতিল নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। এবার সেই ইস্যুতে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদল। সোমবার দুপুরে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সাধারণ মানুষের বিভ্রান্তি ও হয়রানি নিয়ে বিস্তারিত তথ্য দেবে নির্বাচন কমিশনের কাছে। সেই সঙ্গে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানানো হবে। সোমবার এই প্রতিনিধি দলে থাকছেন রাজ্যসভার মুখ্য সচেতক সাংসদ শুখেন্দু শেখর রায়, লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, সাংসদ সাজদা আহমেদ, রাজ্যসভার সাংসদ দোলা সেন, সাংসদ সাকেত গোখলে।

লোকসভা ভোটের আগে আধার কার্ডের লিঙ্ক বাতিল করে দেওয়ার ইস্যুতে নাজেহাল বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ। রাজ্য সরকারের তরফ থেকে আলাদা পোর্টাল খুলে যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাঁদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে একদিকে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে যাতে বঞ্চিত না হন তার দিকটি যেমন দেখা হচ্ছে, তেমনই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য থাকছে আধার কার্ড বাতিল সংক্রান্ত। এবার সেই তথ্য নিয়েই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

পাশাপাশি আবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিও জানানো হবে। নির্বাচন প্রক্রিয়া যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারা কোনওভাবে প্রভাবিত না হয়, সেই বিষয়টি নিয়েও দাবি জানানো হবে। নির্বাচনের একাধিক দাবি ছাড়াও জাতীয় নির্বাচন কমিশনের সামনে চোপড়ায় বিএসএফ-এর খোড়া নিকাশি নালায় পড়ে শিশুমৃত্যুর ঘটনাও তুলে ধরা হবে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে।

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version