Tuesday, December 16, 2025

কৃষক আন্দোলন স্থিমিত হতেই একাধিক জেলায় ফিরল ইন্টারনেট পরিষেবা

Date:

কৃষক বিক্ষোভের কারণে টানা ১৪ দিন হরিয়ানার ৭টি জেলায় বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট, ভয়েস কল, এসএমএস চালু থাকলেও বন্ধ ছিল বাল্ক এসএমএস। অবশেষে রবিবার সকাল থেকে এই পরিষেবা চালু করা হল। আম্বালা, কুরুক্ষেত্র, কাইঠাল, জিন্দ, হিসার, ফতেহাবাদ এবং সিরসাত জেলাগুলিতে চালু হল ইন্টারনেট পরিষেবা।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলাকায় শান্তি-নিরাপত্তার দিকটি দেখে এই পরিষেবা বন্ধ করা হয়েছিল। তবে কৃষকদের দিল্লি চলো অভিযান আপাতত স্থগিত হওয়ায় জেলাগুলিতে ইন্টারনেট পরিষেবা আবারও চালু করা হয়েছে। তবে এদিকে, দিল্লি চলো অভিযান স্থগিত হলেও শম্ভু-খানৌড়ি সীমানায় কৃষক বিক্ষোভ অব্যাহত। রবিবার দিনভর দুই সীমানায় বিশ্ব বাণিজ্য সংস্থা-র প্রকল্পের উপর সম্মেলন করেছেন কৃষকরা। যেখান থেকে কেন্দ্রীয় সরকারের কাছে বার্তা পাঠানো হয়েছে যে, কৃষিক্ষেত্রকে ডব্লিউটিও থেকে বাইরে রাখতে। সোমবার গোটা দেশজুড়ে এই দাবিতে আন্দোলন চলবে। দুই সীমানায় ২০ ফুটের বেশি উঁচু কুশপুতুল দাহ করা হবে। আগামী দু’দিন বিভিন্ন কৃষক সংগঠন নিজেদের মধ্যে আরও বেশ কয়েকদফায় আলোচনা করে বৃহস্পতিবার নিজেদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, এমএসপি-র দাম বৃদ্ধির জন্য সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চা দিল্লি চলো অভিযানের ডাক দেয়। ১৩ ফেব্রুয়ারি থেকে হরিয়ানা সীমান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। কেন্দ্রের সঙ্গে কৃষকদের কয়েকদফায় আলোচনা হলেও নিজেদের অবস্থান তুলতে নারাজ তাঁরা। এর মধ্যে ৪ জন কৃষকের মৃত্যুও ঘটেছে। আগামী ২৯ ফেব্রুয়ারির পর আবারও নিজেদের পরবর্তী আন্দোলন শুরু করবেন কৃষকরা।

Related articles

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...
Exit mobile version