Saturday, May 3, 2025

অপরাধীদের কোনওভাবেই রেয়াত নয়! সন্দেশখালিকাণ্ডে (Sandeskhali) আগেই অবস্থান স্পষ্ট করেছে রাজ্য। আর সেই লক্ষ্যেই এবার কোমর বেঁধে ময়দানে রাজ্য পুলিশ (State Police)। রবিবার বেড়মজুর গ্রামে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেওয়া প্রাক্তন অঞ্চল সভাপতি অজিত মাইতিকে (Ajit Maity) উদ্ধার করে আটক করেছিল পুলিশ। দীর্ঘ ৪ ঘণ্টা টালবাহানার পর তাঁকে আটক করা হয়। আর সোমবার সকালে তাঁকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)।

সোমবার গ্রেফতারির পর অজিতকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় মিনাখাঁ হাসপাতালে। তারপর ফের তাঁকে আবার থানায় নিয়ে আসা হয়। সোমবারই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করাবে পুলিশ। রবিবার বেড়মজুরের একটি হরিনাম সংকীর্তনের আসরে ছিলেন অজিত। ওই এলাকায় তাঁকে দেখা মাত্রই তাড়া করেন গ্রামবাসীদের একাংশ। তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা। এরপর তাড়া খেয়ে নিকটবর্তী একটি বাড়ির দরজা খোলা পেয়ে সেখানে ঢুকে পড়েন অজিত। ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। ওই বাড়ির মালিক সেই মুহূর্তে বাইরে ছিলেন। অজিত তাঁকেও বাড়িতে ঢুকতে দিচ্ছিলেন না বলে অভিযোগ। অজিতের এই ঘটনাকে কেন্দ্র করে বেড়মজুরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যে এলাকায় আসে পুলিশ। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে অন্যের বাড়িতে আটকে থাকার পর অজিতকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জমি দখল, মারপিট, ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে তাঁর নামে।

তবে রবিবারই সন্দেশখালি গিয়ে মন্ত্রী পার্থ ভৌমিক সাফ জানিয়ে দেন, দল অজিতের পাশে নেই। তাঁর পদও কেড়ে নেওয়া হয়েছে। মন্ত্রী সাফ জানান, ‘‘অন্যায় করলে রাগের বহিঃপ্রকাশ হবেই।’’

 

 

 

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version