Friday, August 22, 2025

অপরাধীদের কোনওভাবেই রেয়াত নয়! সন্দেশখালিকাণ্ডে (Sandeskhali) আগেই অবস্থান স্পষ্ট করেছে রাজ্য। আর সেই লক্ষ্যেই এবার কোমর বেঁধে ময়দানে রাজ্য পুলিশ (State Police)। রবিবার বেড়মজুর গ্রামে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেওয়া প্রাক্তন অঞ্চল সভাপতি অজিত মাইতিকে (Ajit Maity) উদ্ধার করে আটক করেছিল পুলিশ। দীর্ঘ ৪ ঘণ্টা টালবাহানার পর তাঁকে আটক করা হয়। আর সোমবার সকালে তাঁকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)।

সোমবার গ্রেফতারির পর অজিতকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় মিনাখাঁ হাসপাতালে। তারপর ফের তাঁকে আবার থানায় নিয়ে আসা হয়। সোমবারই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করাবে পুলিশ। রবিবার বেড়মজুরের একটি হরিনাম সংকীর্তনের আসরে ছিলেন অজিত। ওই এলাকায় তাঁকে দেখা মাত্রই তাড়া করেন গ্রামবাসীদের একাংশ। তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা। এরপর তাড়া খেয়ে নিকটবর্তী একটি বাড়ির দরজা খোলা পেয়ে সেখানে ঢুকে পড়েন অজিত। ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। ওই বাড়ির মালিক সেই মুহূর্তে বাইরে ছিলেন। অজিত তাঁকেও বাড়িতে ঢুকতে দিচ্ছিলেন না বলে অভিযোগ। অজিতের এই ঘটনাকে কেন্দ্র করে বেড়মজুরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যে এলাকায় আসে পুলিশ। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে অন্যের বাড়িতে আটকে থাকার পর অজিতকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জমি দখল, মারপিট, ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে তাঁর নামে।

তবে রবিবারই সন্দেশখালি গিয়ে মন্ত্রী পার্থ ভৌমিক সাফ জানিয়ে দেন, দল অজিতের পাশে নেই। তাঁর পদও কেড়ে নেওয়া হয়েছে। মন্ত্রী সাফ জানান, ‘‘অন্যায় করলে রাগের বহিঃপ্রকাশ হবেই।’’

 

 

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version