Friday, November 7, 2025

সন্দেশখালিকাণ্ডে জিরো টলারেন্স! অজিত মাইতিকে গ্রেফতার পুলিশের

Date:

অপরাধীদের কোনওভাবেই রেয়াত নয়! সন্দেশখালিকাণ্ডে (Sandeskhali) আগেই অবস্থান স্পষ্ট করেছে রাজ্য। আর সেই লক্ষ্যেই এবার কোমর বেঁধে ময়দানে রাজ্য পুলিশ (State Police)। রবিবার বেড়মজুর গ্রামে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেওয়া প্রাক্তন অঞ্চল সভাপতি অজিত মাইতিকে (Ajit Maity) উদ্ধার করে আটক করেছিল পুলিশ। দীর্ঘ ৪ ঘণ্টা টালবাহানার পর তাঁকে আটক করা হয়। আর সোমবার সকালে তাঁকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)।

সোমবার গ্রেফতারির পর অজিতকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় মিনাখাঁ হাসপাতালে। তারপর ফের তাঁকে আবার থানায় নিয়ে আসা হয়। সোমবারই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করাবে পুলিশ। রবিবার বেড়মজুরের একটি হরিনাম সংকীর্তনের আসরে ছিলেন অজিত। ওই এলাকায় তাঁকে দেখা মাত্রই তাড়া করেন গ্রামবাসীদের একাংশ। তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা। এরপর তাড়া খেয়ে নিকটবর্তী একটি বাড়ির দরজা খোলা পেয়ে সেখানে ঢুকে পড়েন অজিত। ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। ওই বাড়ির মালিক সেই মুহূর্তে বাইরে ছিলেন। অজিত তাঁকেও বাড়িতে ঢুকতে দিচ্ছিলেন না বলে অভিযোগ। অজিতের এই ঘটনাকে কেন্দ্র করে বেড়মজুরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যে এলাকায় আসে পুলিশ। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে অন্যের বাড়িতে আটকে থাকার পর অজিতকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জমি দখল, মারপিট, ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে তাঁর নামে।

তবে রবিবারই সন্দেশখালি গিয়ে মন্ত্রী পার্থ ভৌমিক সাফ জানিয়ে দেন, দল অজিতের পাশে নেই। তাঁর পদও কেড়ে নেওয়া হয়েছে। মন্ত্রী সাফ জানান, ‘‘অন্যায় করলে রাগের বহিঃপ্রকাশ হবেই।’’

 

 

 

Related articles

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...
Exit mobile version