Wednesday, November 5, 2025

তৃণমূল করলে মানুষকে বঞ্চনা করা যাবে না: পুরুলিয়ায় নেতা-কর্মীদের কড়া বার্তা দলনেত্রীর

Date:

তৃণমূল করলে মানুষের পাশে থাকতে হবে। না হলে তৃণমূল ছাড়তে হবে। মঙ্গলবার, পুরুলিয়ার সভামঞ্চ থেকে দলীয় নেতা-কর্মীদের কড়া বার্তা দিয়েছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর স্পষ্ট নির্দেশ, তৃণমূল কংগ্রেস করলে মানুষকে বঞ্চনা করা যাবে না। মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, যদি সেটা না করতে পারেন তা হলে বিজেপি-কংগ্রেস-সিপিএম করুন- স্পষ্ট জানালেন মমতা।

এদিন পুরুলিয়ার সভা থেকে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল (TMC) সভানেত্রী। তাঁর অভিযোগ, এরা নিজেরাই অশান্তি ছড়ায়। তারপর শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে। বিভিন্ন জনজাতির মধ্যে অশান্তি বরদাস্ত করবেন না বলেও সাফ জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আদিবাসী, মাহাতো, কুর্মি- জনজাতির মধ্যে অশান্তি বাঁধানোর যে ষড়যন্ত্র চলছে, তা কড়া হাতে দমন করা হবে।

এরপরেই দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট বার্তা, “মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করবেন। মানুষই বড়। মানুষই জিতিয়েছে। মানুষ ছুড়ে ফেলে দিলে কেউ পুছবে না। আমার সাথে যাঁরা দল করবেন, আমার সাথে থাকবেন, তাঁরা এই কথাটা বিশ্বাস করবেন। আর এটা যাঁরা বিশ্বাস করেন না- তাঁরা বিজেপি, কংগ্রেস, সিপিএম করুন।“ দলীয় কর্মীদের কড়া নির্দেশ, তৃণমূল করলে মানুষকে বঞ্চনা করা যাবে না।

সন্দেশখালি-সহ বেশ কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে অভিযোগ উঠছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। কড়া হাতে পরিস্থিতি সামলেছে শাসকদল। অভিযোগ প্রমাণ হলে সাসপেন্ড করা হচ্ছে, পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে অভিযুক্ত নেতাকে। এই বিষয়ে রেয়াত করা হচ্ছে না কোনও হেভিওয়েটকেও। এদিন সভা থেকে ফের একবার মানুষের পাশে থেকে কাজ করার বার্তা দিলে তৃণমূল সভানেত্রী। না হলে দল যে কড়া সিদ্ধান্ত নেবে, তারও ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা।



Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version