চোদ্দ বছর পর শিলদা হামলায় রায়, ২৩ জনকে দোষী সাব্যস্ত আদালতের!

শিলদা মামলায় (Silda Case) বড় আপডেট, অভিযুক্ত ২৪ জনকেই দোষী সাব্যস্ত করল মেদিনীপুরের দায়রা আদালত (Medinipur Court)। ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি EFR ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনায় ২৪ জন জওয়ান প্রাণ হারান। এ কে ৪৭ রাইফেল-সহ বেশ কিছু অস্ত্রও লুট হয়। সেই মামলায় এবার অভিযুক্ত ২৩ জনকে দোষী সাব্যস্ত করলো আদালত, আগামী বুধ এবং বৃহস্পতিবার তাঁদের সাজা ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।

‘ইস্টার্ন ফ্রন্টিয়ার্স রাইফেলস’-র (Eastern Frontiers Rifles) ক্যাম্পে হামলার ঘটনায় ১৪ জন জেলবন্দি ছিলেন। বাকি ১০ জনের মধ্যে একজন মারা যান।তাই আজ এই মামলার শুনানিতে ২৩ জনকেই দোষী সাব্যস্ত করল আদালত।


Previous articleসন্দেশখালি ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙলেন নুসরত! ইডি দফতরে শাহজাহান ঘনিষ্ঠ চিংড়ি ব্যবসায়ী
Next articleএকনজরে আজকের পেট্রোল -ডিজেলের দাম