Thursday, August 21, 2025

অখিলেশের পথে ‘কাঁটা’, রাজ্যসভার ভোটাভুটির আগে পদ ছাড়লেন দলের মুখ্যসচেতক

Date:

রাজ্যসভার আসনে উত্তরপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াইতে কী ভয় পেল বিজেপি? শেষ পর্যন্ত প্রতিপক্ষ সমাজবাদী পার্টির মুখ্য সচেতক (Chief Whip) সহ একাধিক বিধায়ককে ভয় দেখিয়ে রাজ্যসভার আসন জিততে মরিয়া বিজেপি, দাবি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের। উত্তরপ্রদেশের ১০টি আসনে ভোট দান শুরু পরেই দেখা গেল একাধিক সমাজবাদী পার্টির নেতা ক্রশ ভোটিং (cross voting) করলেন বিজেপি প্রার্থীরা পক্ষে।

রাজ্যসভা (Rajya Sabha) ভোটের আগে দলীয় বৈঠকে অনুপস্থিত ছিলেন দলের ৮ বিধায়ক। তার মধ্যে মুখ্যসচেতক মনোজ পাণ্ডেও ছিলেন। মঙ্গলবার ভোটাভুটি শুরুর পর অখিলেশ সহ দলের নেতারা বিধানসভায় প্রবেশ করলেও অনেকেই অনুপস্থিত ছিলেন। তাঁদের প্রসঙ্গে অখিলেশের সাফ কথা, ‘যাঁরা আমার সঙ্গে এসেছেন তাঁদের কথা জানি। কারো অন্তরাত্মায় কী আছে জানা নেই।’

যদিও তারপরেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তাঁর কথায়, ‘বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করা হচ্ছে। রাতে ভয় দেখানো হচ্ছে। সরকার যখন যুক্ত হয়ে যায় তখন এরকমই হয়। ক্ষমতায় থাকা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা সবার থাকে না। সবার ওপরই চাপ রয়েছে। জেতার জন্য বিজেপি কতদূর যেতে পারে তা সবারই জানা।’

সেই সঙ্গে সাম্প্রতিক উদাহরণ তুলে ধরে অখিলেশ বলেন, ‘চণ্ডিগড়ে ভোটে জিততে কী করেছে বিজেপি সেটাও সবাই দেখেছে। উত্তরপ্রদেশে সবরকম বল প্রয়োগ হবে, তা বলাই বাহুল্য।’ পাশাপাশি তিনি বিজেপিকে সতর্ক করেন সমাজবাদী পার্টি পথে কাঁটা ছড়িয়ে দিলে বা গর্ত খুঁড়ে দিলে তা একদিন নিজেদের পায়ের তলাতেই পড়বে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version