Saturday, November 8, 2025

সাতসকালে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে তেলের ট্যাঙ্কারে আগুন! গাড়ির ভিতরেই মৃত্যু চালকের

Date:

ফের অগ্নিকাণ্ড (Massive Fire) শহরে। বুধবার ভোরে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে (Central Avenue) মহম্মদ আলি পার্কের (Md Ali Park) কাছে একটি তেল বোঝাই ট্যাঙ্কার (Oil Tanker) আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। যার জেরে ট্যাঙ্কারটিতে থাকা তেলে আগুন লেগে যায়। এদিকে বিষয়টি নজরে আসতেই প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপরই খবর দেওয়া হয় দমকলে (Fire Brigade)। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলেও লাভের লাভ কিছুই হয়নি। এদিন আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে রাস্তার ধারে থাকা একটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরে ঘটনাস্থলে আরও আটটি ইঞ্জিন এসে পৌঁছয়। মোট ১০টি ইঞ্জিন মিলে এক সঙ্গে আগুন নেভানোর কাজ চালিয়ে যায়। এরপরও আগুন নিয়ন্ত্রণে না আসায় অবশেষে ফোম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। শেষমেশ সকাল সাতটা নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন।

পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর পাঁচটা নাগাদ ধর্মতলাগামী একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরেই সেটি থেকে লাগাতার তেল বেরতে শুরু করে এবং সেই তেলেই আচমকা লেগে যায় ভয়াবহ আগুন। দমকল আরও জানিয়েছে, ওই আগুন রাস্তার পাশে থাকা একটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। তবে ওই বাড়িটিতে কোনও বাসিন্দা না থাকার কারণে বড়সড় অঘটন ঘটেনি। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ওই ট্যাঙ্কার চালকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে দেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

তবে ট্যাঙ্কারটিতে চালক ছাড়াও আর কেউ ছিলেন কি না তা জানা যায়নি। পাশাপাশি জানা যায়নি দুর্ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

 

 

 

 

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version