Wednesday, August 27, 2025

করোনার সুযোগ নিয়ে তিনগুণ থেকে দশগুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া রেলের ভাড়া এবার কমাতে চলেছে ভারতীয় রেল। ভোটের মুখে বিজেপি বিরোধীদলগুলি বারবার রেলের ভাড়ার সঙ্গে প্লেনের ভাড়ার তুলনা করে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। লোকসভা ভোটের আগে সেই সমালোচনাকে নিজেদের পক্ষে ঘুরিয়ে দিতে এক ধাক্কায় পুরোনো ভাড়া ফিরিয়ে দেওয়ার পথে হাঁটতে চলেছে রেল।

বিভিন্ন রুটের প্যাসেঞ্জার ট্রেন সহ ডিজেল ট্রেন (DMU), বৈদ্যুতিক প্যাসেঞ্জার ট্রেনের (MEMU) সাধারণ কামরায় যাত্রী ভাড়া করোনার সময় রেলের পক্ষ থেকে বাড়িয়ে এক্সপ্রেস ট্রেনের সমান করে দেওয়া হয়েছিল। রেলের যুক্তি ছিল এভাবে ট্রেনে অকারণে ভিড় করার প্রবণতা আটকানো যাবে এভাবে। সেই কারণে বন্ধ করে দেওয়া হয় প্ল্যাটফর্ম টিকিট ব্যবস্থাও। তবে করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে রেলের পরিষেবা ফিরে আসার পরে ফের চালু হয় প্ল্যাটফর্ম টিকিট ব্যবস্থা। কিন্তু ভাড়ার ক্ষেত্রে আর কোনও নতুন নিয়ম চালু হল না। তৃণমূলের পক্ষ থেকে একাধিকবার কেন্দ্রের কাছে চিঠি দিয়ে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্যও বলা হয়েছিল। কিন্তু কর্ণপাত করেনি কেন্দ্র সরকার।

মফস্বল এলাকার প্যাসেঞ্জার, ডিএমইউ, মেমু ট্রেনের যে ভাড়া বেড়েছিল এবার তা কমানোর নতুন নির্দেশিকা জারি হল। ১ মার্চ থেকে কার্যকর হবে নতুন ভাড়া। সর্বনিম্ন ভাড়া কমিয়ে আগের মতো ১০টাকা করা হবে। কোনও কোনও ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ভাড়া কমানো হচ্ছে। এই ট্রেনগুলি মূলত জেলা শহরগুলির সঙ্গে কলকাতা শহরকে হাওড়া বা শিয়ালদহের মাধ্যমে যুক্ত করে। সেই সব এলাকার নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল ভাড়া কমানোর। লোকসভা ভোটের আগে গ্রামাঞ্চলের মন পেতে এবার হঠাৎই রেলের ভাড়া কমানোর তাস খেলছে বিজেপি।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version