Friday, November 7, 2025

ভোট বড় বালাই, রাতারাতি কমছে প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া

Date:

করোনার সুযোগ নিয়ে তিনগুণ থেকে দশগুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া রেলের ভাড়া এবার কমাতে চলেছে ভারতীয় রেল। ভোটের মুখে বিজেপি বিরোধীদলগুলি বারবার রেলের ভাড়ার সঙ্গে প্লেনের ভাড়ার তুলনা করে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। লোকসভা ভোটের আগে সেই সমালোচনাকে নিজেদের পক্ষে ঘুরিয়ে দিতে এক ধাক্কায় পুরোনো ভাড়া ফিরিয়ে দেওয়ার পথে হাঁটতে চলেছে রেল।

বিভিন্ন রুটের প্যাসেঞ্জার ট্রেন সহ ডিজেল ট্রেন (DMU), বৈদ্যুতিক প্যাসেঞ্জার ট্রেনের (MEMU) সাধারণ কামরায় যাত্রী ভাড়া করোনার সময় রেলের পক্ষ থেকে বাড়িয়ে এক্সপ্রেস ট্রেনের সমান করে দেওয়া হয়েছিল। রেলের যুক্তি ছিল এভাবে ট্রেনে অকারণে ভিড় করার প্রবণতা আটকানো যাবে এভাবে। সেই কারণে বন্ধ করে দেওয়া হয় প্ল্যাটফর্ম টিকিট ব্যবস্থাও। তবে করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে রেলের পরিষেবা ফিরে আসার পরে ফের চালু হয় প্ল্যাটফর্ম টিকিট ব্যবস্থা। কিন্তু ভাড়ার ক্ষেত্রে আর কোনও নতুন নিয়ম চালু হল না। তৃণমূলের পক্ষ থেকে একাধিকবার কেন্দ্রের কাছে চিঠি দিয়ে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্যও বলা হয়েছিল। কিন্তু কর্ণপাত করেনি কেন্দ্র সরকার।

মফস্বল এলাকার প্যাসেঞ্জার, ডিএমইউ, মেমু ট্রেনের যে ভাড়া বেড়েছিল এবার তা কমানোর নতুন নির্দেশিকা জারি হল। ১ মার্চ থেকে কার্যকর হবে নতুন ভাড়া। সর্বনিম্ন ভাড়া কমিয়ে আগের মতো ১০টাকা করা হবে। কোনও কোনও ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ভাড়া কমানো হচ্ছে। এই ট্রেনগুলি মূলত জেলা শহরগুলির সঙ্গে কলকাতা শহরকে হাওড়া বা শিয়ালদহের মাধ্যমে যুক্ত করে। সেই সব এলাকার নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল ভাড়া কমানোর। লোকসভা ভোটের আগে গ্রামাঞ্চলের মন পেতে এবার হঠাৎই রেলের ভাড়া কমানোর তাস খেলছে বিজেপি।

Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version