Wednesday, May 7, 2025

মাসখানেক আগে পরোক্ষভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন মিশেল ওবামা। আমেরিকার প্রাক্তন প্রথম নারীই শেষে দেখা যাচ্ছে নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম পছন্দ। ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে দৌড়ে প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন বারাক ওবামা পত্নী। জনগনের অপছন্দের অজুহাত হিসাবে বাইডেনের দাবি, তাঁর বয়স তাঁর প্রথম পছন্দ হিসাবে উঠে আসায় বাধা হয়েছে।

সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে ইজরাইল, নিজের দেশে নাগরিকত্ব আইন বিভিন্ন ইস্যুতে বিদ্ধ রাষ্ট্রপতি জো বাইডেন। ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে স্বাভাবিকভাবে বেশ কিছু নাম উঠে এসেছে। যার মধ্যে প্রাক্তন রাষ্ট্রপতি পত্নী মিশেল ওবামা, উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, প্রাক্তন স্টেট সেক্রেটারি হিলারি ক্লিনটন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম প্রমুখ রয়েছেন।

পদপ্রার্থীর জন্য দলীয় ভোটাভুটিতে দেখা গিয়েছে ৪৮ শতাংশ ডেমোক্র্যাট চান প্রার্থী বদল হোক। ৩৮ শতাংশ চান না পরিবর্তন হোক। ভোটাভুটির শেষে জো বাইডেনের থেকে ২০ শতাংশ ভোট বেশি পান মিশেল ওবামা। বাকিরা অনেকটাই পিছিয়ে প্রার্থী হওয়ার দৌড়ে।

মাসখানেক আগে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছিলেন মিশেল ওবামা। ডেমোক্র্যাটির পার্টির পক্ষ থেকে কাকে বাছা হচ্ছে তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন, কাকে তাঁদের পক্ষ থেকে বলার জন্য, পুলপিটে ওঠার জন্য পাঠানো হচ্ছে। এটা অবশ্যই প্রভাব ফেলে কারণ অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ এটাকেই ধর্তব্যের মধ্যে নিয়ে নেন, এমনটাই দাবি করেছিলেন মিশেল।

Related articles

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...

দিলীপ নিয়ে দলবদলু নেতাদের মুখে কুলুপের নির্দেশ বিজেপির, বৈঠকে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি

প্রথমে বিয়ে। তারপর সস্ত্রীক রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষার্থে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে উপস্থিতি। আর এই নিয়েই বিজেপির প্রাক্তন...
Exit mobile version