Monday, May 5, 2025

সন্দেশখালির পাশে রাজ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে চালু হচ্ছে অত্যাধুনিক জেটি-ভেসেল

Date:

Share post:

সম্প্রতি মানুষের অভাব, অভিযোগ, বঞ্চনা, অভিমান নিয়ে তপ্ত উত্তর ২৪ পরগনার সন্দেশখালি (Sandeskhali)। এখানকার ২ নম্বর ব্লকের অর্থনীতির মূল ভিত্তি ভেড়ি ও মৎস্যচাষ। ব্যাপক হারে চিংড়ি, ভেটকি চাষ হলেও তা বাইরে বিক্রি করা সম্ভব ছিল না মৎস্যচাষীদের। এলাকার কিছু প্রভাবশালীদের প্রভাবেই চলত গোটা সিস্টেম।

এবার পরিবর্তিত পরিস্থিতিতে সন্দেশখালিতে মৎস্যচাষীদের পাশে দাঁড়াতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দ্বীপ এলাকার এই অংশে যাতায়াতের বড় মাধ্যম নৌপথ। নদীর জেটিঘাট সরকারের হলেও ‘বেনামে’ তারও মালিক ছিলেন সন্দেশখালির প্রভাবশালীরা। তবে এবার মানুষের যাতায়াতকে আরও সুগম করতে উদ্যোগী হল রাজ্য পরিবহণ দফতর। সন্দেশখালিতে উন্নতমানের জেটিঘাট তৈরির পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই পরিবহণ দফতরের আধিকারিকরা ইতিমধ্যেই সন্দেশখালি এলাকার বেশ কয়েকটি ফেরিঘাট ঘুরে দেখেন। নতুন জেটি তৈরির জন্য মাপজোপ করেছেন তাঁরা।

সন্দেশখালির দুটি ব্লকের কার্যত জলবেষ্টিত। রয়েছে রায়মঙ্গল, কালিন্দী, কলাগাছিয়া সহ একাধিক নদী। সাধারণ মানুষের যাতায়াতের জন্য নৌকোই একমাত্র ভরসা। বর্ষায় ঝুঁকি নিয়েই বাইক পারাপার করান বাসিন্দারা। কিন্তু চার, ছয় বা আরও বেশি চাকার গাড়ির সঙ্গে কোনও সম্পর্ক নেই সন্দেশখালির দ্বীপ অংশের। বেশি মাত্রায় যাত্রী ও পণ্য পরিবহণের সমস্যা রয়েই গিয়েছে। সেই সমস্যা মেটাতেই পরিবহণ দফতরের নতুন উদ্যোগ।

জানা গিয়েছে, ধামাখালি ও সন্দেশখালি সংযোগে নদীপথে যোগাযোগ আরও সহজ করতে উন্নতমানের জেটিও ভেসেল তৈরি হবে। এই ভেসেলে করে যাত্রী ও পণ্যবাহী বড় গাড়ি নদী পারাপার করতে পারবে। আরেক দ্বীপাঞ্চল হিঙ্গলগঞ্জে যেমন আধুনিক জেটি এবং ভেসেল রয়েছে, সেই আদলেই তৈরি হবে সন্দেশখালিতে। ধামাখালি থেকে ভায়া তুষখালি হয়ে ভেসেল যাবে সন্দেশখালিতে।

 

 

 

spot_img

Related articles

হিমালয়ের হিমবাহ গলে বাড়ছে সমুদ্রের জলস্তর, বিপদে ভারতও

বিশ্ব উষ্ণায়ন(Global Warming) থেকে রক্ষা নেই হিমালয়ের(Himalaya) সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টেরও(Mount Everest)। এভারেস্টের উচ্চতম হিমবাহ সাউথ কোলও দ্রুত গলছে।...

বিজেপির হিন্দুত্বের মুখোশ খুলে গেছে : জয়প্রকাশ

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের।...

বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বলে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ডবল ইঞ্জিনের রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলির...

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...