Tuesday, November 25, 2025

সন্দেশখালির পাশে রাজ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে চালু হচ্ছে অত্যাধুনিক জেটি-ভেসেল

Date:

Share post:

সম্প্রতি মানুষের অভাব, অভিযোগ, বঞ্চনা, অভিমান নিয়ে তপ্ত উত্তর ২৪ পরগনার সন্দেশখালি (Sandeskhali)। এখানকার ২ নম্বর ব্লকের অর্থনীতির মূল ভিত্তি ভেড়ি ও মৎস্যচাষ। ব্যাপক হারে চিংড়ি, ভেটকি চাষ হলেও তা বাইরে বিক্রি করা সম্ভব ছিল না মৎস্যচাষীদের। এলাকার কিছু প্রভাবশালীদের প্রভাবেই চলত গোটা সিস্টেম।

এবার পরিবর্তিত পরিস্থিতিতে সন্দেশখালিতে মৎস্যচাষীদের পাশে দাঁড়াতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দ্বীপ এলাকার এই অংশে যাতায়াতের বড় মাধ্যম নৌপথ। নদীর জেটিঘাট সরকারের হলেও ‘বেনামে’ তারও মালিক ছিলেন সন্দেশখালির প্রভাবশালীরা। তবে এবার মানুষের যাতায়াতকে আরও সুগম করতে উদ্যোগী হল রাজ্য পরিবহণ দফতর। সন্দেশখালিতে উন্নতমানের জেটিঘাট তৈরির পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই পরিবহণ দফতরের আধিকারিকরা ইতিমধ্যেই সন্দেশখালি এলাকার বেশ কয়েকটি ফেরিঘাট ঘুরে দেখেন। নতুন জেটি তৈরির জন্য মাপজোপ করেছেন তাঁরা।

সন্দেশখালির দুটি ব্লকের কার্যত জলবেষ্টিত। রয়েছে রায়মঙ্গল, কালিন্দী, কলাগাছিয়া সহ একাধিক নদী। সাধারণ মানুষের যাতায়াতের জন্য নৌকোই একমাত্র ভরসা। বর্ষায় ঝুঁকি নিয়েই বাইক পারাপার করান বাসিন্দারা। কিন্তু চার, ছয় বা আরও বেশি চাকার গাড়ির সঙ্গে কোনও সম্পর্ক নেই সন্দেশখালির দ্বীপ অংশের। বেশি মাত্রায় যাত্রী ও পণ্য পরিবহণের সমস্যা রয়েই গিয়েছে। সেই সমস্যা মেটাতেই পরিবহণ দফতরের নতুন উদ্যোগ।

জানা গিয়েছে, ধামাখালি ও সন্দেশখালি সংযোগে নদীপথে যোগাযোগ আরও সহজ করতে উন্নতমানের জেটিও ভেসেল তৈরি হবে। এই ভেসেলে করে যাত্রী ও পণ্যবাহী বড় গাড়ি নদী পারাপার করতে পারবে। আরেক দ্বীপাঞ্চল হিঙ্গলগঞ্জে যেমন আধুনিক জেটি এবং ভেসেল রয়েছে, সেই আদলেই তৈরি হবে সন্দেশখালিতে। ধামাখালি থেকে ভায়া তুষখালি হয়ে ভেসেল যাবে সন্দেশখালিতে।

 

 

 

spot_img

Related articles

নিয়ম ভেঙে পরীক্ষা নিলে শো-কজ! সাসপেনশনও হতে পারে প্রধান শিক্ষকদের, কড়া নির্দেশ পর্ষদের 

এসআইআর সংক্রান্ত কাজের জন্য বহু স্কুলে শিক্ষক পাঠানো হচ্ছে। ফলে ক্লাসরুমের পড়াশোনা ব্যাহত হচ্ছে, সময়মতো সিলেবাস শেষ করাও...

পড়ে গিয়ে পা ভাঙল কুণালের: মঙ্গলে অস্ত্রোপচার, চোট মাথাতেও

পড়ে গিয়ে ফের পা ভাঙল তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। সোমবার, সকালে বাথরুমে (Bathroom)...

জিতুর সঙ্গে সমস্যার জের, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া!

অনেক রটনা আর অনেক জল্পনার শেষে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গেল। মনে করা হচ্ছিল পারস্পারিক মনোমালিন্য আর তিক্ততার জেরে...

SIR-এর কাজে টপ-ব্যাক বিধানসভা: তালিকা তৈরি করে দিলেন অভিষেক

রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে শাসকদল তৃণমূল কংগ্রেস পুরদস্তুর নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল তা স্পষ্ট করে দিলেন দলের...