Thursday, August 21, 2025

বিজেপি জিতলে গ্যাসের দাম হবে ২০০০! মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ মমতার

Date:

কেন্দ্রে মোদি সরকারের আমলে মূল্যবৃদ্ধি চরম সীমায় পৌঁছেছে। পেট্রো পণ্যের দাম আকাশ ছোঁয়া। ফের ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম ২হাজার টাকা হবে। বৃহস্পতিবার, ঝাড়গ্রামের সভা থেকে এই আশঙ্কার কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসনিক সভা থেকেও কেন্দ্রের BJP সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা৷ গ্যাসের দাম থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তিনি।

কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, “নির্বাচন এলে দিল্লির বাবুরা বড়-বড় কথা বলে। কিছু গরির লোককে লুকিয়ে-লুকিয়ে উজালা দিচ্ছে আবার। এ বার আবার যদি ওরা জিতে যায় গ্যাসের দাম ১৫০০ টাকা থেকে ২ হাজার টাকা করে দেবে। আবার সেই ঘুঁটে দিতে হবে। আমাদের বাংলাকে ওরা ভালবাসে না। ওরা আদিবাসীদের ভালবাসে না।“

এ দিনের সভা থেকে নাগরিকত্ব নিয়েও বিজেপি সরকারকে আক্রমণ করেন বাংলা মুখ্যমন্ত্রী। প্রশ্ন তোলেন, “আধার কার্ড কেন কেড়ে নেওয়া হল? আধার কার্ড কেড়ে নেওয়া হলে আমরা পাল্টা দেব৷ আমরা কারোর থেকে অধিকার কেড়ে নিতে দেব না। নির্বাচন এলেই এরা বলে CAA করবে। বিজেপি হয়ে থাকতে হবে। এইগুলো সব ছলনা মনে রাখবেন। NRC-র নাম করে ডিটেনশন ক্যাম্প করে মানুষকে তাড়িতে দেবে। আমরা মানুষকে তাড়াতে দেব না।“

বলেন, “ঝাড়গ্রামের জন্য অনেক কাজ হয়েছে। আর্চারিতে এখানে খুব ভাল করেছে। আমার বিশ্বাস এক দিন তারা অলিম্পিক জয় করবে। আদিবাসী উন্নয়ন দফতর নতুন করে তৈরি করেছি। ঝাড়গ্রাম, কালিম্পং আরও ২টো নতুন করে আদিবাসী ভবন হবে। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এটা আইন করা হয়েছে।“

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version