Sunday, November 9, 2025

দুর্ঘটনার দায় এড়াতে পারে না রেল, ঝাড়খণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

ঝাড়খণ্ডের জামতাড়ায় রেল দুর্ঘটনার (Jharkhand Rail Accident) খবরে দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার রাতে ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি রেলকে আরও দায়বদ্ধ হওয়ার অনুরোধ করেন মমতা। এক্স হ্যান্ডেলের মুখ্যমন্ত্রী (CM) লেখেন, ‘আরও একটি রেল দুর্ঘটনার খবর শুনে অত্যন্ত দুঃখিত। আমাদের সীমান্তের কাছেই ঝাড়খণ্ডের জামতাড়ায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।’ পাশাপাশি এই ধরনের ত্রুটি যাতে এড়ানো যায় সে ব্যাপারেও রেলের দৃষ্টি আকর্ষণ করেন মমতা।

রেল দুর্ঘটনার খবর নতুন নয়। কিছুদিন অন্তর হয় ট্রেনে অগ্নিকাণ্ড, তা না হলে দুর্ঘটনার খবর শিরোনামে চলে আসে। যাত্রী পরিষেবায় ভারতীয় রেল (Indian Railways) যে কতটা উদাসীন তা এই ধরণের ঘটনা থেকেই বারবার স্পষ্ট হয়েছে। বুধবার ঝাড়খণ্ডের জামতাড়ায় কালাঝারিয়া রেল স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দুইজনের। আহত হয়েছেন আরও ১২ জন বলে জানা যাচ্ছে। এর আগেও বাংলার মুখ্যমন্ত্রী বারবার রেল পরিষেবার দিকে আঙ্গুল তুলেছেন এবং মানুষের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক থাকার অনুরোধ করেছেন। কিন্তু যত সময় যাচ্ছে বিজেপি সরকার পরিচালিত ভারতীয় রেলে যাত্রী পরিষেবা যেমন তলানিতে থেকেছে ঠিক তেমনই মানুষের জীবন নিয়ে ছেলেখেলা চলছে। দুর্ঘটনা এড়াতে রেলকে আরও সতর্ক থাকার অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এই ঘটনা নিয়ে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুঃখপ্রকাশ করেছেন। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে বলে রেলের তরফে বলা হয়েছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version