Monday, November 3, 2025

উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের প্রাণে বাঁচিয়েছিলেন! গুঁড়িয়ে দেওয়া হল সেই যুবকের বাড়িই

Date:

উত্তরকাশীর সুড়ঙ্গে (Uttarkashi Tunnel) আটকে পড়া ৪১ শ্রমিককে (Workers) লাগাতার চেষ্টার পর দিনের আলো দেখিয়েছিলেন। ফিরিয়ে দিয়েছিলেন তাঁদের পরিবারের মানুষদের কাছে। এবার সেই ‘র‌্যাট হোল মাইনার্স’দের (Rat Hole Miners) এক অন্যতম শ্রমিক উকিল হাসানের মাথার ছাদ কেঁড়ে নিল দিল্লি প্রশাসন। হ্যাঁ , শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ডিডিএ (DDA) কর্তৃপক্ষের তরফে দাবি ওই নির্মাণ নাকি বেআইনি। আর সেকারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর দিল্লি প্রশাসনের এমন সিদ্ধান্তের পর সব মহল থেকেই উঠতে শুরু করেছে সমালোচনার ঝড়। অনেকেরই অভিযোগ, যারা উত্তরাখণ্ডের টানেলে আটকে পড়া শ্রমিকদের বহু চেষ্টার পর ১৭ দিন পরে বাইরে বের করে আনলেন তাঁদের এমন অবস্থা সত্যি অকল্পনীয়।

এদিকে র‌্যাট হোল মাইনার্স শ্রমিক উকিল হাসানের পাশাপাশি যাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে তাঁদের অভিযোগ, কোনওরকম নোটিশ ছাড়াই এমন বেআইনি কাজ করেছে ডিডিএ। যদিও তাঁদের সমস্ত অভিযোগ উড়িয়ে উকিল হাসান সাফ জানান, “৪১ জন শ্রমিককে উত্তরাখণ্ডের সুড়ঙ্গ থেকে উদ্ধার করার পুরস্কার পেলাম। আমাদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন আমাকে সাহায্য করুন। ওরা আমাকে ধরেছে। আমার বাচ্চাদেরও থানায় ধরে রেখেছে। মারধরও করা হয়েছে। তবে ডিডিএ-র দাবি, যে সব বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, সব বাসিন্দাদেরই আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল। তবুও তাঁরা বাড়ি ছাড়েননি। এদিকে র‌্যাট হোল মাইনার্স দলের অন্যতম মুন্না কুরেশি বলেন, “সরকার আশ্বস্ত করেছিল আমাদের সুবিধা দেওয়া হবে। কিন্তু ওরা আমাদের বাড়িই ছিনিয়ে নিয়েছে। কিন্তু লোকসভা নির্বাচনের আগে ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী শহরের বর্তমান পরিস্থিতি।

অন্যদিকে বর্তমানে সবকিছু হারিয়ে উকিল হাসান বলেন, “টানেলে ১৭ দিন আটকে পড়া শ্রমিকদের সফলভাবে বের করে আনার পরে তাঁরা আমাকে আলিঙ্গন করেছিলেন, অসংখ্য ধন্যবাদও জানিয়েছিলেন। আজ আমার মাথার উপর ছাদ নেই, আমি পরিবার নিয়ে পথে বসে আছি।”

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version