Wednesday, November 12, 2025

তিপ্রামথাকে হাইজ্যাক বিজেপির! কংগ্রেসের জোট ভাবনায় জল?

Date:

লোকসভা ভোটের আগে ত্রিপুরায় ঘর গুছিয়ে ফেলল বিজেপি। জনজাতি গোষ্ঠী তিপ্রামথার (TIPRA Motha) সঙ্গে প্রথম বৈঠকেই অনেকটা বরফ গলানোর কাজ করে ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রদ্যোৎ বিক্রম দেববর্মা নেতৃত্বাধীন বিক্ষুব্ধ গোষ্ঠী যদিও এখনও সব দাবি পূরণ হয়নি বলেই দাবি করেছে। এমনকি কেন্দ্র সরকার তাদের ভুল স্বীকার করেছে বলেও দাবি করেন তিনি। তবে কেন্দ্রের সঙ্গে তিপ্রামথার বৈঠকের আগে কংগ্রেস এই জনজাতি ও বামেদের নিয়ে যে জোটের পরিকল্পনা করছিল তাতে জল ঢেলে দেওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে।

জনজাতিভিত্তিক দল তিপ্রামোথার প্রতিষ্ঠাতা প্রদ্যোতের সঙ্গে গান্ধী পরিবারের পুরনো সম্পর্কের দৌলতে তাঁকে কাছে পেতে মরিয়া ছিল কংগ্রেস। সেই সম্ভাবনা বুঝে পাল্টা তাঁর দাবিদাওয়া মেটাতে ঝাঁপিয়েছে বিজেপি। দুদলই জানে, ত্রিপুরার ভোটে জিততে জনজাতিদের সমর্থন বিরাট ফ্যাক্টর। রাজপরিবারের সন্তান প্রদ্যোত বিক্রম দেববর্মার দল তিপ্রামোথাকে পাশে পেতে টানাটানি শুরু করেছে কংগ্রেস ও বিজেপি।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা সরকার ও তিপ্রামথা নেতৃত্বকে ত্রিপাক্ষিক বৈঠকে ডাকেন। দিল্লিতে সেই বৈঠকে যোগ দিতে এসে আমরণ অনশনের পরিকল্পনা ছেড়ে দিল্লি আসেন প্রদ্যোৎ বিক্রম দেববর্মা। রাজ্যের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার ও কেন্দ্রের ত্রিপাক্ষিক চুক্তি (tripartite agreement) স্বাক্ষরিত হয়। প্রদ্যোতের দাবি কেন্দ্র সরকার তাদের পুরোনো ভুল স্বীকার করেছে। জনজাতির মানুষের ভাষা, অর্থনীতি, রাজনৈতিক প্রত্যাশা ও সাংস্কৃতিক ইতিহাসকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরকে ত্রিপুরার গ্রামের দরিদ্র মানুষের জয় বলে ঘোষণা করেছেন প্রদ্যোৎ দেববর্মা। চুক্তি স্বাক্ষর হওয়ায় ত্রিপুরা ফিরে অনশন ভাঙার ঘোষণাও করেন তিনি। স্বভাবতই ত্রিপুরার বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে কংগ্রেসের জোট পরিকল্পনা নিয়েও তৈরি হল প্রশ্ন। একদিন আগেই কংগ্রেসের তরফে প্রধান বিরোধী দল তিপ্রামথা ও বামেদের নিয়ে লোকসভা জোট তৈরির আলোচনায় বসার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। আসন রফার বিষয় নিয়ে পরে আলোচনা হওয়ার কথা ছিল। তবে এই পরিস্থিতিতে সেসব কতটা সম্ভব হবে তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

Related articles

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...

ইউনুসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট বাংলাদেশের! দেশে ফেরা নিয়ে কী বললেন হাসিনা

ফের বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও ভারতেই রয়েছেন তিনি। নিজের দেশ, বাংলাদেশে...

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...
Exit mobile version