Thursday, November 13, 2025

তিপ্রামথাকে হাইজ্যাক বিজেপির! কংগ্রেসের জোট ভাবনায় জল?

Date:

লোকসভা ভোটের আগে ত্রিপুরায় ঘর গুছিয়ে ফেলল বিজেপি। জনজাতি গোষ্ঠী তিপ্রামথার (TIPRA Motha) সঙ্গে প্রথম বৈঠকেই অনেকটা বরফ গলানোর কাজ করে ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রদ্যোৎ বিক্রম দেববর্মা নেতৃত্বাধীন বিক্ষুব্ধ গোষ্ঠী যদিও এখনও সব দাবি পূরণ হয়নি বলেই দাবি করেছে। এমনকি কেন্দ্র সরকার তাদের ভুল স্বীকার করেছে বলেও দাবি করেন তিনি। তবে কেন্দ্রের সঙ্গে তিপ্রামথার বৈঠকের আগে কংগ্রেস এই জনজাতি ও বামেদের নিয়ে যে জোটের পরিকল্পনা করছিল তাতে জল ঢেলে দেওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে।

জনজাতিভিত্তিক দল তিপ্রামোথার প্রতিষ্ঠাতা প্রদ্যোতের সঙ্গে গান্ধী পরিবারের পুরনো সম্পর্কের দৌলতে তাঁকে কাছে পেতে মরিয়া ছিল কংগ্রেস। সেই সম্ভাবনা বুঝে পাল্টা তাঁর দাবিদাওয়া মেটাতে ঝাঁপিয়েছে বিজেপি। দুদলই জানে, ত্রিপুরার ভোটে জিততে জনজাতিদের সমর্থন বিরাট ফ্যাক্টর। রাজপরিবারের সন্তান প্রদ্যোত বিক্রম দেববর্মার দল তিপ্রামোথাকে পাশে পেতে টানাটানি শুরু করেছে কংগ্রেস ও বিজেপি।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা সরকার ও তিপ্রামথা নেতৃত্বকে ত্রিপাক্ষিক বৈঠকে ডাকেন। দিল্লিতে সেই বৈঠকে যোগ দিতে এসে আমরণ অনশনের পরিকল্পনা ছেড়ে দিল্লি আসেন প্রদ্যোৎ বিক্রম দেববর্মা। রাজ্যের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার ও কেন্দ্রের ত্রিপাক্ষিক চুক্তি (tripartite agreement) স্বাক্ষরিত হয়। প্রদ্যোতের দাবি কেন্দ্র সরকার তাদের পুরোনো ভুল স্বীকার করেছে। জনজাতির মানুষের ভাষা, অর্থনীতি, রাজনৈতিক প্রত্যাশা ও সাংস্কৃতিক ইতিহাসকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরকে ত্রিপুরার গ্রামের দরিদ্র মানুষের জয় বলে ঘোষণা করেছেন প্রদ্যোৎ দেববর্মা। চুক্তি স্বাক্ষর হওয়ায় ত্রিপুরা ফিরে অনশন ভাঙার ঘোষণাও করেন তিনি। স্বভাবতই ত্রিপুরার বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে কংগ্রেসের জোট পরিকল্পনা নিয়েও তৈরি হল প্রশ্ন। একদিন আগেই কংগ্রেসের তরফে প্রধান বিরোধী দল তিপ্রামথা ও বামেদের নিয়ে লোকসভা জোট তৈরির আলোচনায় বসার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। আসন রফার বিষয় নিয়ে পরে আলোচনা হওয়ার কথা ছিল। তবে এই পরিস্থিতিতে সেসব কতটা সম্ভব হবে তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version