Saturday, November 8, 2025

এবার স্পর্শকাতর এলাকাও চিহ্নিত করবে সিআরপিএফ! নির্বাচনের আগেই ঘোষণা কমিশনের

Date:

লোকসভা ভোটের (Loksabha Election) আর বেশিদিন বাকি নেই। আর সেকারণেই শুক্রবার থেকেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। নির্বাচন কমিশন (Election Commission of India) সূত্রে খবর, ভোটের আগে দু’দফায় রাজ্যে মোট ১৫০ কোম্পানি বাহিনী (Central Force) এসে পৌঁছবে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য কলকাতার (Kolkata) বহু স্কুল চিহ্নিত করেছে কমিশন। যা নিয়ে ক্ষুব্ধ শিক্ষামহল। পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে কমিশনের ভোট বিজ্ঞপ্তি প্রকাশের আগেই কেন গাজোয়ারি করে এত বাহিনী পাঠাল প্রশ্ন তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।

তবে নির্বাচন কমিশনের সাফাই এই প্রথমবার স্পর্শকাতর এলাকাও চিহ্নিত করার কাজে লাগানো হবে সিআরপিএফকে। তাই আগেভাগে তাঁদের কলকাতা-সহ একাধিক জায়গায় পাঠানো হয়েছে। পাশাপাশি এবারের ভোটে স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণের কাজে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও লাগাতে চাইছে কমিশন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যকে পাঠানো নির্বাচন সংক্রান্ত চিঠিতে একথা জানানো হয়েছে। এছাড়া ভোটের জন্য জেলায় জেলায় গঠিত ইন্টেলিজেন্স কমিটিতে ইডির প্রতিনিধি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার পর কোথায় কত বাহিনী মোতায়েনের প্রয়োজন রয়েছে, সেই তালিকা বিন্যাসও চূড়ান্ত করবে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। জানা যাচ্ছে, বাংলার ভোটে এবারে মোট প্রায় ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে কমিশন।

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version