ঝাড়খণ্ডের দুমকা জেলায় (Dumka District, Jharkhand) ৪৫ বছর বয়সি স্প্যানিশ মহিলাকে গণধর্ষণ (Gang Rape)! সূত্রের খবর বিদেশিনী স্বামীর সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন। আচমকাই কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড়ায়। স্বামী বাধা দিতে গেলে তাঁকে মেরে মহিলাকে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। হাঁসডিহা থানার কুরুমাহাট এলাকার এই ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে আটক করা হয়েছে।
দুমকার এসপি জানিয়েছেন, গতকাল রাত সাড়ে ১০টা থেকে রাত ১১টার মধ্য়েই এই ঘটনা হয়। ওই মহিলা একটি পুলিশ ভ্যানকে দাঁড় করিয়ে সাহায্য চান। তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন, ছড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। শারীরিক পরীক্ষার পর তাঁর অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়।