Sunday, November 9, 2025

ভোটের মুখে ‘কুমিরের কান্না’, চটকল নিয়ে লকেটকে কটাক্ষ ঋতব্রতর

Date:

পাঁচবছর ধরে বিজেপির সাংসদ যে কাজ করেননি, এবার সেই পাটশিল্পের সমস্যার সমাধানে পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। আইএনটিটিইউসি-র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে দাবি করেন গ্যাঞ্জেস জুটমিল নিয়ে পাঁচবছর কোনও উদ্যোগ নেননি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেই সঙ্গে কেন্দ্রের পাটশিল্পে অনিহা নিয়েও তোপ দাগেন ঋতব্রত।

মঙ্গলবার হুগলির বাঁশবেড়িয়ার গাঞ্জেস জুটমিল সংলগ্ন ঝান্ডা ময়দানে প্রকাশ্য জনসভায় যোগ দেন আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন শ্রীরামপুর তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক অরিন্দম গুইন বাঁশবেড়িয়া পুরসভার উপপ্রধান শিল্পী চট্টোপাধ্যায় জেলা আইএনটিটিইউসি সভাপতি মনোজ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁর দাবি, ‘লকেটদেবী আপনি বড্ড দেরি করে ফেলেছেন। আপনি পাঁচ বছর ধরে এখানকার এমপি, এতদিন আপনার কোন হুঁশ হয়নি। আর নির্বাচন ঘোষণার মাত্র সপ্তাহখানেক বাকি, এখন এসে আপনি শ্রমিকদের জন্য কুমিরের কান্না জুড়েছেন।’

স্থানীয় শ্রমিকরা তাঁর কাছে অভিযোগ জানান, মিলের মালিকপক্ষ তাদের উপর দমন পীড়ন চালাচ্ছেন। তার উত্তরে ঋতব্রত জানান, ‘এ বছর জানুয়ারি মাসে বাঁশবেড়িয়া জুটমিল নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল। রাজ্য সরকার, শ্রমিক সংগঠন, এবং মালিকপক্ষ চুক্তিপত্রে সই করেছিল। কিন্তু অভিযোগ এখানকার মালিকপক্ষ তাদের সেই প্রতিশ্রুতি মানছেন না। এটা যদি হয় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এই প্রসঙ্গেই তিনি কেন্দ্রের পাট নিয়ে নীতির সমালোচনা করেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার প্লাস্টিক লবি বা সিন্থেটিক লবিকে প্রোমোট করতে গিয়েই বাংলার চট শিল্পের প্রতি অনীহা দেখাচ্ছে, এর ফলে ধ্বংসের মুখে যাচ্ছে বাংলার ঐতিহ্যশালী পাট শিল্প।’

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version