Monday, November 3, 2025

“টিকিট পাকা করতেই বিজেপির দুর্নীতিবাজদের জেলে পাঠাননি”! অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক বাবুল

Date:

পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ তাঁর পদত্যাগ পত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠিয়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই চিঠির প্রতিলিপি সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচাপতিদের কাছেও পাঠিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুপুর বাড়িতে সাংবাদিক বৈঠক করবেন সদ্য প্রাক্তন বিচারপতি। তাঁর ভবিষ্যত গন্তব্য কী হতে চলেছে, তা জানার আগ্রহ রয়েছে সকলের। শোনা যাচ্ছে, তিনি বিজেপিতে যোগ দিয়ে লোকসভা ভোট দাঁড়াতে পারেন।

এদিকে পদত্যাগ করার পর ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বোমা ফাটালেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। এক্স হ্যান্ডেলে বাবুল লেখেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমন ভূমিকায় তিনি একেবারেই আশ্চর্য হচ্ছেন না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল আদালতে তাঁর শেষ দিনে, বিজেপির ওয়াশিং মেশিনের ঢাকনার ভিতরে লুকিয়ে থাকা দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে ইডি, সিবিআই তদন্তের নির্দেশ দেননি …!

এর আগেও বাবুল সাংবাদিক বৈঠক করে একহাত নিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বলেছিলেন, “যদি সত্যি তিনি সমাজ সংস্কার করতে চাইতেন তাহলে যে দলে তিনি যোগদান করতে চান সেই দলের দুর্নীতিগ্রস্তদের সিবিআই এবং ইডি তদন্তের মাধ্যমে তাদের জেলে পাঠাতেন। তা না করে তিনি নিজের টিকিট পাকা করতে চাইছেন।” বাবুলের আরও দাবি ছিল, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিরকাল পাবলিসিটি চাইতেন। সুপ্রিম কোর্টের বকাও খেয়েছিলেন। হয়তো লোকসভা ভোটে তিনি দাঁড়াবেনই না। তাঁর মূল লক্ষ্য হবে ২৬-এ তিনি মুখ্যমন্ত্রী হবেন, বিজেপির মুখ হবেন।”

আরও পড়ুন- বিচারপতি পদে ইস্তফা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, ই-মেলে পাঠালেন পদত্যাগ পত্র

 

 

Related articles

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...
Exit mobile version