Thursday, August 21, 2025

“টিকিট পাকা করতেই বিজেপির দুর্নীতিবাজদের জেলে পাঠাননি”! অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক বাবুল

Date:

পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ তাঁর পদত্যাগ পত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠিয়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই চিঠির প্রতিলিপি সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচাপতিদের কাছেও পাঠিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুপুর বাড়িতে সাংবাদিক বৈঠক করবেন সদ্য প্রাক্তন বিচারপতি। তাঁর ভবিষ্যত গন্তব্য কী হতে চলেছে, তা জানার আগ্রহ রয়েছে সকলের। শোনা যাচ্ছে, তিনি বিজেপিতে যোগ দিয়ে লোকসভা ভোট দাঁড়াতে পারেন।

এদিকে পদত্যাগ করার পর ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বোমা ফাটালেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। এক্স হ্যান্ডেলে বাবুল লেখেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমন ভূমিকায় তিনি একেবারেই আশ্চর্য হচ্ছেন না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল আদালতে তাঁর শেষ দিনে, বিজেপির ওয়াশিং মেশিনের ঢাকনার ভিতরে লুকিয়ে থাকা দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে ইডি, সিবিআই তদন্তের নির্দেশ দেননি …!

এর আগেও বাবুল সাংবাদিক বৈঠক করে একহাত নিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বলেছিলেন, “যদি সত্যি তিনি সমাজ সংস্কার করতে চাইতেন তাহলে যে দলে তিনি যোগদান করতে চান সেই দলের দুর্নীতিগ্রস্তদের সিবিআই এবং ইডি তদন্তের মাধ্যমে তাদের জেলে পাঠাতেন। তা না করে তিনি নিজের টিকিট পাকা করতে চাইছেন।” বাবুলের আরও দাবি ছিল, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিরকাল পাবলিসিটি চাইতেন। সুপ্রিম কোর্টের বকাও খেয়েছিলেন। হয়তো লোকসভা ভোটে তিনি দাঁড়াবেনই না। তাঁর মূল লক্ষ্য হবে ২৬-এ তিনি মুখ্যমন্ত্রী হবেন, বিজেপির মুখ হবেন।”

আরও পড়ুন- বিচারপতি পদে ইস্তফা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, ই-মেলে পাঠালেন পদত্যাগ পত্র

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version