বুধে গঙ্গার তলায় মেট্রোর উদ্বোধন প্রধানমন্ত্রীর, মঙ্গলেই পৌঁছালেন শহরে

হাওড়া ময়দান থেকে একই টিকিটে দক্ষিনেশ্বর-কবি সুভাষ পর্যন্ত রুটের সব স্টেশনেই যাওয়া সম্ভব হবে। গঙ্গার তলায় মেট্রো ছাড়াও আরও দুটি রুটের আংশিক পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

0
2

লোকসভা ভোটের আগে ডেইলি প্যাসেঞ্জারিতে ফের শহরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার মাটিতে পা রেখলেন তিনি। শিশুমঙ্গল হাসপাতালে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দজি মহারাজকে দেখতে যান প্রধানমন্ত্রী।

দেশের প্রথম জলের তলায় মেট্রোর চাকা গড়ানোর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। গঙ্গার দুই পারকে জোড়ার দ্বায়িত্ব এই মেট্রো পথের মাধ্যমে হওয়ার কথা থাকলেও প্রতিশ্রুতি মতো শিয়ালদহ থেকে হাওড়া মেট্রো সফর এখনই সম্ভব না। বুধবার কলকাতা মেট্রোর এই শাখার হাওড়া ময়দান থেকে এসপ্ল্য়ানেড পর্যন্ত রুটের উদ্বোধন হবে। বারাসাতের জনসভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে রিমোটে এই পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হাওড়া ময়দান থেকে একই টিকিটে দক্ষিনেশ্বর-কবি সুভাষ পর্যন্ত রুটের সব স্টেশনেই যাওয়া সম্ভব হবে। গঙ্গার তলায় মেট্রো ছাড়াও আরও দুটি রুটের আংশিক পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একটি কবি সুভাষ থেকে রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) পর্যন্ত রুটের উদ্বোধন হবে। জানুয়ারিতে নরেন্দ্র মোদির কলকাতা সফরের সময়ই এই রুটের উদ্বোধন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি সফর বাতিল করায় এই উদ্বোধন পিছিয়ে গেল। অন্য যে পথের উদ্বোধন হবে তা হল তারাতলা থেকে মাঝেরহাট।