Wednesday, November 12, 2025

নতজানু তাপস! ছবি পোস্ট করে বিজেপি-ওয়াশিং মেশিন নিয়ে মোক্ষম খোঁচা অভিষেকের

Date:

বাড়িতে ইডি-র অভিযানের দুমাসের মধ্যেই পদ্মশিবিরে যোগ দিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তাপস রায়। বাংলার শাসকদল বারবার অভিযোগ করে বিজেপি ওয়াশিং মেশিন। সেখানে গেলে সিবিআইয়ের এফআইআর-এ নাম থাকা নেতারও কোনও শাস্তি পেতে হয় না। অভিযোগ তৃণমূল নেতৃত্বের। বুধবার, তাপস রায়ের বিজেপি-তে যোগদানের পরেই তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে তাপস রায়ের নতজানু হয়ে দাঁড়িয়ে থাকা ছবি পোস্ট করে, অভিষেক লেখেন, এটা বিজেপির জমিদারি স্বভাবের প্রকৃষ্ট প্রমাণ।

এদিন সন্ধেয় নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “বিজেপির ‘ওয়াশিং মেশিন’ গল্পটি চলছে। কারণ বাড়িতে ইডি-র হানার দুমাসের মধ্যেই বাংলা-বিরোধী গ্যাং-এ যোগ দিলেন তাপস রায়। এই ছবিটি বাংলার জনগণের কাছে শক্তিশালী প্রমাণ, কেন বিজেপির আচরণকে জমিদার বলে উল্লেখ করা হয়।“

এর আগেও তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া অভিযুক্ত নেতাদের শাস্তি বা বিচার না হওয়ায় গেরুয়া শিবিরকে ‘ওয়াশিং মেশিন’ বলে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রকাশ্য সভায় বিজেপি লেখা প্রতীকি ওয়াশিং মেশিনে একদিক থেকে কালো কালো কাপড় ঢুকিয়ে ওপর দিক থেকে সাদা কাপড় বের করে প্রবল কটাক্ষ করেন। এদিন তাপস রায়ে বিজেপিতে যোগদানকেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই ‘ওয়াশিং মেশিন’ প্রসঙ্গ তুলে আক্রমণ করলেন।

আরও পড়ুন- মহিলাদের অধিকার রক্ষায় এবার রাজপথে মমতা- অভিষেক

Related articles

ইউনুসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট বাংলাদেশের! দেশে ফেরা নিয়ে কী বললেন হাসিনা

ফের বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও ভারতেই রয়েছেন তিনি। নিজের দেশ, বাংলাদেশে...

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...
Exit mobile version