Sunday, August 24, 2025

বেলিংহামকে লা লিগায় দুই ম্যাচের জন্য সাসপেন্ড করল স্প্যানিশ ফুটবল ফেডারেশন

Date:

রেফারির সঙ্গে বাদানুবাদের সময় অশ্রাব্য শব্দ ব্যবহার করায় রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহামকে লা লিগায় দুই ম্যাচের জন্য সাসপেন্ড করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। লা লিগায় গত শনিবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে ২–২ গোলে ড্র করে রিয়াল। যদিও ম্যাচের অতিরিক্ত সময়ে হেডে গোল করেছিলেন ইংলিশ তারকা বেলিংহাম। গোলটি হলে রিয়ালই জিতে যেত। কিন্তু হেডে তাঁর গোল এবং রেফারি হেসুস গিল মানজানোর শেষ বাঁশি—দুটিই একসঙ্গে ঘটে।

কিন্তু রেফারি মানজানো গোলটিকে বিবেচনায় না নিয়ে খেলা শেষের ঘোষণা করেন।এতে রিয়ালের খেলোয়াড়েরা দৌড়ে এসে ঘিরে ধরেন রেফারি মানজানোকে। এ সময় বেলিংহাম অশ্রাব্য শব্দ ব্যবহার করে মানজানোকে বলেন, বলটি তখন বাতাসে ছিল। অর্থাৎ, শেষ বাঁশি বাজার আগে আক্রমণটি শেষ হওয়ার সুযোগ দেননি রেফারি। কথার মাঝে গালিগালাজ করায় সে রাতে লাল কার্ড দেখেন বেলিংহাম। এবার পেলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। এর ফলে লা লিগায় আগামী ১০ মার্চ ঘরের মাঠে সেলতা ভিগোর বিপক্ষে এবং ১৬ মার্চ ওসাসুনার মাঠে খেলতে পারবেন না তিনি।

শনিবার ম্যাচ শেষেই লা লিগা কর্তৃপক্ষের কাছে বেলিংহামের বিরুদ্ধে অভিযোগ জমা দেন রেফারি মানজানো। তিনি বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পরও বেলিংহাম মাঠেই দাঁড়িয়ে ছিল এবং আক্রমণাত্মক মেজাজে আমার দিকে দৌড়ে এসেছিল। এরপর অকথ্য ভাষায় বলেই যাচ্ছিল ওইটা গোল হয়েছিল। স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের আচরণবিধির ১২৪ ধারার ওপর ভিত্তি করে বেলিংহামকে শাস্তি দিয়েছে। এই ধারায় বলা হয়েছে, কেউ রেফারিকে অবমাননা বা অবজ্ঞার মনোভাব নিয়ে সম্বোধন করলে অথবা এটি আরও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত না হলে দুই থেকে তিন ম্যাচ অথবা সর্বোচ্চ এক মাস নিষিদ্ধ হবে। ধারা অনুযায়ী বেলিংহাম ন্যূনতম শাস্তি পেয়েছেন।

 

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...
Exit mobile version