Sunday, August 24, 2025

ভোট বড় বালাই! লোকসভার আগেই গঙ্গার নীচে মেট্রোর উদ্বোধন মোদির, চালু আরও দুই লাইন

Date:

হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরই লোকসভা নির্বাচন‌ (Loksabha Election)। আর চলতি নির্বাচনকে সামনে রেখেই বাংলায় বিজেপির (BJP) ভিত আরও শক্তপোক্ত করতে উঠেপড়ে লেগেছে বিজেপির হাইকম্যান্ড। এমনি সময়ে বাংলায় দেখা না গেলেও ভোটের বাদ্যি বাজতেই একেবারে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে ডবল ইঞ্জিন সরকার‌। এমন আবহে লোকসভার আগে দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর (Under Water Metro) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার এসপ্ল্যানেড (Esplanade) থেকে হাওড়া রুটের (Howrah) ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তবে লোকসভার মুখে মোদির এমন পদক্ষেপকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে মোদির এই ডেলি প্যাসেঞ্জারির কটাক্ষ করা হয়েছে।

বুধবার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার তলার মেট্রো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। তার পাশাপাশি আরও পাঁচটি প্রকল্পেরও উদ্বোধন করলেন তিনি। এদিন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে মেট্রো উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত ১.২৫ কিলোমিটার সম্প্রসারিত অংশের উদ্বোধন হল। এদিন গঙ্গার তলা থেকে মেট্রোয় ওঠার পরিকল্পনা ছিল মোদির। তবে প্রথমে সেই কর্মসূচি বাতিল করা হলেও, পরে স্কুল পড়ুয়াদের সঙ্গেই গঙ্গার নীচ থেকে মেট্রোয় সফর করেন প্রধানমন্ত্রী। এদিনের যাত্রাপথে স্কুলপড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায়ও সারেন তিনি। পাশাপাশি মেট্রো আধিকারিকদের সঙ্গে কথোপকথনও হয় তাঁর।

তবে এদিন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার নীচের মেট্রো উদ্বোধনের পাশাপাশি কলকাতায় আরও দু’টি মেট্রো প্রকল্পের উদ্বোধনও করলেন তিনি। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের উদ্বোধন করা হল। একই সঙ্গে দেশের আরও পাঁচটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।

এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখতে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে জমে ওঠে জনতার ভিড়। মেট্রো স্টেশন চত্বর ঘুরে দেখেন মোদি। সকলের উদ্দেশে হাতওঁ নাড়ান।

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version