Wednesday, November 5, 2025

স্বামী স্মরণানন্দ মহারাজকে দেখতে সোজা হাসপাতালে! সুস্থতা- আরোগ্য কামনা মুখ্যমন্ত্রীর

Date:

রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramkrishna Math) প্রেসিডেন্ট অসুস্থ স্বামী স্মরণানন্দ মহারাজকে (Swaranananda Maharaj) দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সন্ধে ৬টা নাগাদ দক্ষিণ কলকাতার (Kolkata) রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে (শিশু মঙ্গল) যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়েই চিকি‍ৎসকদের পাশাপাশি রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসীদের সঙ্গেও কথা বলেন মমতা। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলে স্বামী স্মরণানন্দের চিকি‍ৎসার বিষয়ে সমস্ত খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।

রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্টের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক দীর্ঘদিনের। গত কয়েক দিন ধরে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। এদিকে বৃহস্পতিবার স্মরণানন্দ মহারাজের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দজি মহারাজের শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ আমি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে এসেছিলাম। আমি তাঁর দীর্ঘ সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনা করছি।’’

এর আগেও মুখ্যমন্ত্রী স্বামী স্মরণানন্দের শারীরিক অবস্থার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেন। এক্স হ্যান্ডলে মমতা মহারাজের ভক্তদের উদ্দেশে বলেন, সকলে যেন স্বামীজির সুস্থতা কামনা করে প্রার্থনা করেন। তিনিও ভক্তদের মতোই প্রার্থনা করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। দিন ছয়েক আগে আচমকাই অসুস্থ হন স্মরণানন্দ মহারাজ। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু রবিবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে ৯২ বছর বয়সী মহারাজের। মঠ ও হাসপাতাল সূত্রে খবর, তাঁর বয়সের কথা মাথায় রেখে স্নায়ু এবং অন্যান্য বিভাগের চিকিৎসকেরাও তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন বলে খবর। তবে এই প্রথম নয়, ২০২২ সালের মার্চ মাসেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন স্মরণানন্দ মহারাজ। সে সময় কলকাতার এক বেসরকারি হাসপাতালে রেখে তাঁর চিকিৎসা হয়েছিল। বেশ কয়েক দিন চিকিৎসা চলার পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তারপর আচমকা ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাড়ছে উদ্বেগ।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version