Sunday, November 9, 2025

কথা রাখেননি অমিত শাহ, জোরালো হচ্ছে নাগাল্যান্ডের আন্দোলন

Date:

মণিপুরের পর নাগাল্যান্ডও প্রমাণ করে দিচ্ছে কেন্দ্র সরকারের বঞ্চনা। বিধানসভা ভোটের আগে পৃথক রাজ্যের প্রতিশ্রুতি দেওয়ার পরও তা নিয়ে নীরব হয়ে যাওয়ায় এবার আন্দোলনের পথে পূর্ব নাগাল্যান্ডের (Nagaland) জনজাতি গোষ্ঠীগুলি। শুক্রবার ১২ ঘণ্টার বনধ ডাকে ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ENPO)। বনধ শেষে পরবর্তী পরিকল্পনা স্থির করার সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রয়োজনে ২০২৪ লোকসভা নির্বাচন বয়কট করার পথেও যেতে পারেন তাঁরা।

২০২৩ বিধানসভা নির্বাচনের আগে নাগাল্যান্ডে প্রচারে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন পূর্ব নাগাল্যান্ডের জেলাগুলি নিয়ে পৃথক রাজ্য – ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটরি (FNT), তৈরি হবে। ইএনপিও-কে পূর্ব নাগাল্যান্ডের ছয় জেলা – কিফিরে, লংলেং, মোন, নোকলক, শামাতোর ও তুয়েনসাং নিয়ে পৃথক রাজ্য় গড়ার প্রস্তাব দেওয়া হয়। পৃথক প্রশাসন, আইন, বিচার ও অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়। তার জন্য এক বছরের মধ্যে মৌ (MoS) সাক্ষর হওয়ার কথাও বলা হয়। কিন্তু এপর্যন্ত তা নিয়ে কোনও উদ্যোগ নেয়নি কেন্দ্র সরকার।

প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টা বনধের ডাক দেয় ইএনপিও। তাঁদের সঙ্গে রয়েছে ছাং জনজাতির দুটি সংগঠনও। এরপর পাবলিক এমার্জেন্সির (Public Emergency) পথেও যেতে পারে জনজাতি গোষ্ঠীগুলি। এফএনটি তৈরি হবে এই প্রতিশ্রুতিতে লোকসভা ভোট বয়কটের দাবি থেকে সরে এসেছিল সাতটি জনজাতি গোষ্ঠী। তবে এবার সিদ্ধান্ত বদল হওয়ার সম্ভাবনা।

ইতিমধ্যে লোকসভা ভোটের দিকে তাকিয়ে ত্রিপুরায় তিপ্রামথার (Tipra Motha) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তারপরই পুরোনো বামেদের জোট ছেড়ে এনডিএ-কে সমর্থন করার কথা জানিয়েছে তিপ্রামথা। এবার বিজেপিকে চাপ দিয়ে লোকসভা ভোটের আগে নিজেদের দাবি আদায়ের পথে এগোচ্ছে ইএনপিও।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version