Friday, November 14, 2025

জনগর্জন সভার শেষেই ফের শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রীর (CM) জেলা সফর। আগামী ১২ মার্চ (মঙ্গলবার) হাবড়ায় জনসভা করছে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যে নবান্ন (Nabanna)থেকে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনকে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। বৃহস্পতিবার এ নিয়ে মুখ্যসচিব অন্যান্য আধিকারকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক সেরেছেন। লোকসভা নির্বাচনের আগে এই সভাস্থল থেকে সরকারি পরিষেবা প্রদান ও একাধিক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেইমতো জেলায় প্রস্তুতিও শুরু হয়েছে।

আগামী সপ্তাহের মাঝামাঝি ভোট ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তার আগেই মতুয়া গড়ে মুখ্যমন্ত্রীর সভা রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপি যতই সিএএ চালুর কথা জানাক না কেন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন বাংলায় এই নিয়ম চলবে না। সেখান থেকে দাঁড়িয়ে হাবড়ায় সভা থেকে কী বার্তা দেন মমতা সেইদিকেও নজর থাকবে মতুয়াদের। ব্রিগেডের সভার পর তৃণমূল সুপ্রিমোর সফর সূচি এখনও নির্ধারিত না হলেও আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর হাবড়া সফর সন্দেশখালিকে নজরে রেখেই ঠিক হয়েছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। কিন্তু যেহেতু সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান তাই পুরোটাই রাজনৈতিক মঞ্চ নাও হতে পারে বলেই অনেকের ধারণা। নবান্ন সূত্রের খবর, ১২ মার্চ এলাকার উন্নয়ন নিয়ে কথা বলবেন। তাঁর আগামীর ভাবনার কথা বলবেন। ডেলিভারি মেকানিজমে কোনও খামতি থাকলে তা দূর করার বার্তা দেবেন। সেই সঙ্গে বারাসত-বসিরহাটে মহিলাদের আস্থা ধরে রাখতে সরকারি প্রকল্পের কথাও ব্যাখ্যা করবেন মুখ্যমন্ত্রী।


Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...
Exit mobile version