Saturday, November 15, 2025

জনগর্জন সভার শেষেই ফের শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রীর (CM) জেলা সফর। আগামী ১২ মার্চ (মঙ্গলবার) হাবড়ায় জনসভা করছে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যে নবান্ন (Nabanna)থেকে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনকে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। বৃহস্পতিবার এ নিয়ে মুখ্যসচিব অন্যান্য আধিকারকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক সেরেছেন। লোকসভা নির্বাচনের আগে এই সভাস্থল থেকে সরকারি পরিষেবা প্রদান ও একাধিক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেইমতো জেলায় প্রস্তুতিও শুরু হয়েছে।

আগামী সপ্তাহের মাঝামাঝি ভোট ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তার আগেই মতুয়া গড়ে মুখ্যমন্ত্রীর সভা রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপি যতই সিএএ চালুর কথা জানাক না কেন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন বাংলায় এই নিয়ম চলবে না। সেখান থেকে দাঁড়িয়ে হাবড়ায় সভা থেকে কী বার্তা দেন মমতা সেইদিকেও নজর থাকবে মতুয়াদের। ব্রিগেডের সভার পর তৃণমূল সুপ্রিমোর সফর সূচি এখনও নির্ধারিত না হলেও আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর হাবড়া সফর সন্দেশখালিকে নজরে রেখেই ঠিক হয়েছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। কিন্তু যেহেতু সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান তাই পুরোটাই রাজনৈতিক মঞ্চ নাও হতে পারে বলেই অনেকের ধারণা। নবান্ন সূত্রের খবর, ১২ মার্চ এলাকার উন্নয়ন নিয়ে কথা বলবেন। তাঁর আগামীর ভাবনার কথা বলবেন। ডেলিভারি মেকানিজমে কোনও খামতি থাকলে তা দূর করার বার্তা দেবেন। সেই সঙ্গে বারাসত-বসিরহাটে মহিলাদের আস্থা ধরে রাখতে সরকারি প্রকল্পের কথাও ব্যাখ্যা করবেন মুখ্যমন্ত্রী।


Related articles

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির! চাকরিপ্রার্থীদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা। কমিশন জানিয়েছে, প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য...

রেকর্ড আয়েই নতুন উৎসাহে ফিরল বেঙ্গল সাফারি পার্ক

রেকর্ড আয়ের হাত ধরে নতুন উদ্যমে ভরপুর হয়ে উঠেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের...

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...
Exit mobile version