Monday, November 3, 2025

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশে বর্তমানে সিবিআই হেফাজতে (CBI Custody) রয়েছেন শেখ শাহজাহান (Seikh Sahjahan)। একদিকে যেমন তাঁকে জেরা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, ঠিক তেমনই দফায় দফায় সন্দেশখালি যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার রাতে সন্দেশখালির (Sandeskhali) একাধিক জায়গা পরিদর্শন করেছেন তদন্তকারীরা। মূলত কী কারণে ইডি-র ওপর হামলা? কোন দিকে থেকে হামলাকারীরা এসেছিল? সে সব খতিয়ে দেখার জন্যই বৃহস্পতিবার রাতে পৌঁছে গিয়েছিলেন গিয়েছিলেন তদন্তকারীরা।

বৃহস্পতিবার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ির পাশাপাশি শঙ্কর আঢ্যের বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। সেখানে চারপাশ পর্যবেক্ষণ করেন তাঁরা। গত ৫ জানুয়ারি ওই বাড়ির সামনেই ইডি অফিসারদের ওপর হামলা চালিয়েছিল একদল লোক। যার জন্য তল্লাশি চালাতে গিয়েও বাড়ির ভিতর প্রবেশই করতে পারেননি আধিকারিকরা। এরপরই রক্তাক্ত অবস্থায় এলাকা ছাড়তে হয়েছিল তাঁদের। অন্যদিকে, সরবেড়িয়ার শাহজাহান বাজারেও সন্ধ্যায় যায় সিবিআই। স্থানীয় পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। চারপাশের ছবি তোলেন, ভিডিয়ো রেকর্ড করেন। পাশাপাশি কীভাবে আক্রমণ করা হয়েছিল, তা বোঝার চেষ্টা করেন।

অন্যদিকে, এদিন বনগাঁতেও যায় সিবিআই। যে জায়গায় ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছিল সেখানে যায় সিবিআইয়ের টিম। কোথায় কোথায় সিসিটিভি আছে সেগুলো চিহ্নিত করা হয়। পাশাপাশি শঙ্কর আঢ্যর বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডে তল্লাশিতে গিয়ে আক্রমণের মুখে পড়েছিল ইডি। সেই ঘটনার তদন্তভার নেওয়ার পর সেখানে পৌঁছে যায় সিবিআই।

 

Related articles

নাবালকদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান! খারিজ সুপ্রিম কোর্টে

সোশ্যাল মিডিয়া দেখবে কী নাবালকরা? এক শ্রেণির দেশবাসী প্রশ্ন তোলেন, ১৪ থেকে ১৮ বছর বয়সীদের সোশ্যাল মিডিয়ার (social...

এবারের ফোকাল ‘থিম কান্ট্রি’ আর্জেন্টিনা, থাকছে ময়দান বইমেলার দুর্লভ ছবির প্রদর্শনী: ঘোষণা গিল্ডের

৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (Kolkata Book Fair 2026) বড় চমক। ১৯৭৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ২০ বছর ময়দানে...

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন চিরঞ্জীব

দীর্ঘদিন পরে স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য (Chirenjit Bhattacharya)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য...

যোধপুরের রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা জয়পুরে! মৃত ১২, আহত ৫০

রাজস্থানের যোধপুরের রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা জয়পুরে (Jodhpur in Rajsthan)! ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে জয়পুরের হারমাদা...
Exit mobile version