Thursday, August 21, 2025

পুলিশের তৎপরতায় সামশেরগঞ্জে আটক প্রায় ১০ লক্ষ টাকার মাদক, জালে ৪ পাচারকারী

Date:

রাতভর তল্লাশির পরে পুলিশের জালে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের হেরোইন-সহ ৪ পাচারকারী। শুক্রবার রাতে ঝাড়খন্ড থেকে মালদহে মাদক পাচার করার সময় মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার চারজন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে উন্নতমানের প্রায় ৪৭৮ গ্রাম হেরোইন। যার বাজার মূল্য ১০ লক্ষ টাকা।

জঙ্গিপুর পুলিশ (Police) জেলার সুপার আনন্দ রায় জানান, “ধৃতরা কোথা থেকে ওই বিপুল পরিমাণ হেরোইন পেয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।” ধৃত ব্যক্তিদের নাম ইন্দ্রজিৎ মণ্ডল, সঞ্জয় মণ্ডল, মুকেশ কুমার এবং অনুপম কুমার। ধৃত ইন্দ্রজিৎ এবং সঞ্জয়ের বাড়ি মালদহের কালিয়াচক থানা এলাকাতে। বাকি দুই ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের ছাত্ররা এলাকায়।

জেলা পুলিশের এক শীর্ষকর্তা জানান, শুক্রবার রাতে মুর্শিদাবাদে সামশেরগঞ্জ এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী চাঁদপুর এলাকাতে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ (Police)। সেই সময় একটি সুইফ্ট গাড়ি পশ্চিমবঙ্গের দিকে আসার সময় সেটিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় হেরোইন। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের গোপন ডেরাতে ওই হেরোইন তৈরি করে মালদহে বিক্রির জন্য আনা হচ্ছিল। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ।




Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version