Sunday, November 9, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে গর্বিত দ্রাবিড়

Date:

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। সিরিজের ফলাফল ৪-১। এই সিরিজে দুরন্ত পারফরম্যান্স করে টিম ইন্ডিয়ার তরুণ দল। ব্যাটের পাশাপাশি বল হাতেও দাপট দেখায় ভারতীয় দল। আর দলের এমন পারফরম্যান্সে গর্বিত দলের হেড কোচ রাহুল দ্রাবিড়।

ম্যাচ শেষে দ্রাবিড় বলেন, “ এই দলের জন্য আমি গর্বিত। প্রথম টেস্টে হারটা খুব হতাশার ছিল। কিন্তু আমরা দারুণ ভাবে ফিরে এসেছি। আমরা সেই ক্রিকেটারদের খোঁজে থাকি, যারা শূন্যস্থান পূরণ করতে পারে। যারা দায়িত্ব নিতে পারে। এই সিরিজে বিভিন্ন পরিস্থিতিতে আমরা চাপে পড়েছি। কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে আমরা পাইনি। এটা যেমন ঠিক, তেমনই ভারতে অবিশ্বাস্য কিছু ক্রিকেট প্রতিভা রয়েছে। তরুণদের ভাল পারফরম্যান্স আলাদা স্বস্তি দেয়। আমি একটা দুর্দান্ত দলের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। এটা আমার সৌভাগ্য। নিজেও সব সময় শিখছি ছেলেদের কাছে। রোহিতের সঙ্গে কাজ করতেও দারুণ লাগছে। রোহিত দারুণ নেতা। ছেলেদের আকর্ষণ করার একটা ক্ষমতা রয়েছে ওর মধ্যে।“

এরপরই প্রসঙ্গ ওঠে শ্রেয়স আইয়র-ঈশান কিষাণকে নিয়ে। টিম ইন্ডিয়ার এই সাফল্যের পর কি বন্ধ হয়ে যাবে শ্রেয়স-ঈশানদের কাছে জাতীয় দলের দরজা? এর উত্তরে দ্রাবিড় জানিয়েছেন, দলের দরজা সবার জন্য খোলা। এই নিয়ে তিনি বলেন, ‘‘চুক্তি সংক্রান্ত সিদ্ধান্ত আমি নিই না। চুক্তির শর্ত কী, তা-ও জানি না। আমি আর রোহিত আলোচনা করে প্রথম একাদশ বেছে নিই। কার সঙ্গে চুক্তি আছে, কার সঙ্গে চুক্তি নেই সেটা আমাদের বিচার্য নয়। আমরা শুধু পারফরম্যান্স আর ফিটনেস দেখি। সকলেরই এমন পারফর্ম করা উচিত, যাতে জাতীয় নির্বাচকেরা উপেক্ষা করতে না পারে। দলে নিতে বাধ্য হয়। পারফরম্যান্স করতে পারলে সবার জন্য দলের দরজা খোলা রয়েছে।”

এদিকে জয় শাহ’র ‘ইনসেন্টিভ’ ঘোষণা নিয়ে মুখ খুললেন রাহুল। ভারত ধর্মশালায় পঞ্চম ম্যাচ জেতার পরেই বোর্ড সচিব জয় শাহ টুইট করে দেশের টেস্ট খেলিয়ে ক্রিকেটারদের জন্য আলাদা করে ‘ইনসেন্টিভ’-এর ঘোষণা করেন। আর এই নিয়ে ম্যাচের পর সেই ঘোষণাকে হালকা করে খোঁচা দেন দ্রাবিড়। এই নিয়ে ভারতী দলের কোচ বলেন, “ টেস্ট ক্রিকেট খেলার জন্য কোনও ইনসেন্টিভের দরকার হয় না। তবে এতদিন পরে যে টেস্ট খেলাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এটা দেখে ভাল লাগছে। টেস্ট খুবই কঠিন ফরম্যাট। বোর্ড বুঝতে পেরেছে এটা একটা পুরস্কার, কোনও ইনসেন্টিভ নয়।”

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ পকেটে পুরে কী বললেন ভারত অধিনায়ক?


Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version