Sunday, November 9, 2025

লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই ইস্তফা জাতীয় নির্বাচন কমিশনারের

Date:

শিয়রে লোকসভা নির্বাচন। গোটা দেশ তাকিয়ে লোকসভা ভোটের নির্ঘণ্টের দিকে। সেই লোকসভা ভোটের আগেই সকলকে অবাক করলেন অরুণ গোয়েল (Election Commissioner Arun Goel)। নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। স্বভাবতই প্রশ্ন উঠছে, আচমকা কেন এমন পথ বেছে নিলেন নির্বাচন কমিশনার? তবে কী কারণে পদত্যাগ তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।

শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রহণ করেছেন এই ইস্তফা পত্র। সাতদিন আগেই কলকাতায় এসেছিলেন নির্বাচন কমিশনার অরুণ। ভোটের আগে রাজ্যে এসেছিল কমিশনের ‘ফুল বেঞ্চ’। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে এসেছিলেন অরুণ গোয়েলও। তার পরেই আচমকা তাঁর ইস্তফা দেওয়ার খবর সামনে এল।

উল্লেখ্য, ২০২২ সালের ২১ নভেম্বর দেশের নির্বাচন কমিশনারের পদে দায়িত্বভার গ্রহণ করেছিলেন গোয়েল। এদিকে যখন লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে তোড়জোড় করছে কমিশন, তখনই জাতীয় নির্বাচন কমিশনারের এই পদত্যাগ নানান জল্পনা তৈরি করেছে।

নিয়ম হল দেশে মুখ্য নির্বাচন কমিশনার-সহ মোট তিন জন নির্বাচন কমিশনার থাকতে পারেন। এত দিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অরুণ গোয়েলই সব দায়িত্ব সামলাচ্ছিলেন। তৃতীয় পদটি ফাঁকাই ছিল। অরুণ গোয়েল নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দেওয়ার পর দুটো পদই শূন্য হয়ে গেল। তার মানে, এখন ‘ফুল বেঞ্চ’ বলতে শুধু মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারই আছেন।

আরও পড়ুন- এই নিয়ে দ্বিতীয়বার, ফের পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলি জারদারি

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version