Tuesday, August 26, 2025

সাতসকালে বল্লভ ভবনের সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

সপ্তাহের শেষ দিনে আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire) সরকারি সচিবালয়ে। শনিবার সকালে বল্লভ ভবনের (Ballabh Bhawan) সচিবালয়ে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এদিকে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে ডবল ইঞ্জিন মধ্য প্রদেশ সরকার (Madhya Pradesh Govt) বড়সড় প্রশ্নের মুখে। সরকারি সচিবালয়ে কীভাবে আগুন লাগল তা জানতে শুরু হয়েছে তদন্ত। তবে এদিন সচিবালয় বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলেছে। তবে শেষ পাওয়া খবর বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আগুন।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন ভোপালের ওই সরকারি ভবনের চার তলায় আচমকাই আগুন লেগে যায়। দাউদাউ করে বেরতে থাকে আগুন। পরে বিল্ডিংয়ের ছাদ থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে শুরু করে। মূলত সরকারি ভবনে পুরনো ফাইল ও প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও অবধি হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, “বল্লভ ভবনের চার তলায় আগুন লাগার খবর পেয়েছি। ভোপালের জেলাশাসকের কাছ থেকে ওই খবর পেয়েই মুখ্যসচিবকে গোটা বিষয়ে নজর রাখতে বলা হয়েছে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।” পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে, সেদিকে কড়া নজর থাকবে। তবে চাপে পড়ে মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন বিরোধীদের অভিযোগ, এই দুর্ঘটনার দায় কিছুতেই এড়াতে পারেন না মোহন সরকার।

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version