Tuesday, August 26, 2025

রবিবার থেকেই রাজ্যে হাওয়া বদলের ইঙ্গিত! দোলে কেমন থাকবে তাপমাত্রা? বড় আপডেট আলিপুরের

Date:

সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে রাজ্যের তাপমাত্রা (Temperature)। ইতিমধ্যে, হু হু করে বাড়ছে দিনের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সাফ জানিয়েছে, শনিবার থেকে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আর দোলের (Dol Yatra) সময় তা আরও বাড়বে। পাশাপাশি এদিন হাওয়া অফিস আরও জানিয়েছে, এই মুহূর্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain) সম্ভাবনা একেবারেই নেই। আর সেকারণেই রাজ্যে দাপট দেখাবে গরম। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে বলেই খবর।

অন্যদিকে, রবিবার থেকে রাজ্যের তাপমাত্রা আরও বাড়বে বলেই জানিয়েছে আলিপুর। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩১ থেকে ৮৬ শতাংশ।  তবে এদিন হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ ১০ তারিখের পর থেকে আবহাওয়ায় ফের বদল আসতে পারে। কারণ ১০ ও ১২ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এর জেরে হাওয়া বদলের সম্ভাবনা প্রবল। এই মুহূর্তে ওড়িশা ও রাজস্থানে তিনটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এর জেরে উত্তর ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

তবে সপ্তাহান্তে আবহাওয়া মনোরমই থাকবে বলেই এদিন সাফ জানিয়েছে আলিপুর। বিকেলের পরে ফুরফুরে ঠান্ডা হাওয়া বইতে পারে। কিন্তু আগামী সপ্তাহের প্রথম থেকেই তাপমাত্রার পারদ চড়বে। দোলের আগেই গরম পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

 

Related articles

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...
Exit mobile version