Thursday, August 28, 2025

লোকসভা ভোটের আগে গেরুয়া ষড়যন্ত্র! ম্যারাথন তল্লাশির পর ইডির হাতে গ্রেফতার লালু ঘনিষ্ঠ সুভাষ

Date:

ম্যারাথন তল্লাশির পর শেষমেশ গ্রেফতার লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ঘনিষ্ঠ সুভাষ যাদব (Subhas Yadav)। অবৈধ বালি খাদান মামলায় তাঁকে গ্রেফতার (Arrest) করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, সুভাষের আটটি পৃথক ঠিকানায় লাগাতার হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর তারপরই গ্রেফতার করা হয় লালু ঘনিষ্ঠকে। ইডি সূত্রে খবর, তাঁর কাছ থেকে আয় বহির্ভূতভাবে নগদ ২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তবে লোকসভা নির্বাচনের (Loksabha Election) আহে ইডির এই অতিতৎপরতাকে একেবারেই সোজা চোখে দেখতে নারাজ বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, লোকসভা নির্বাচন সামনে আসতেই বিজেপির অঙ্গুলিহেলনে এমন কাজ করছে ইডি। এছাড়াও বিহারে রাজনৈতিক পালাবদলের পর থেকেই লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লোকসভা ভোটের আগে বিহারে লালু ও তেজস্বীকে একঘরে করতেই এমন চাল বিজেপির।

অবৈধ বালিখাদান চালানো এবং আর্থিক তছরুপের একাধিক মামলায় শনিবার আরজেডির টিকিটে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা সুভাষের পটনার বাসভবন-সহ মোট আট জায়গায় তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে খবর, সেই সব জায়গায় তল্লাশি চালিয়ে ২ কোটি টাকা নগদ-সহ প্রচুর গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আগেই সুভাষের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করে বিহার পুলিশ। সেই মামলারই তদন্তভার হাতে পেয়ে সুভাষকে গ্রেফতার করল ইডি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আরজেডির হয়ে ঝাড়খণ্ডের চাতরা থেকে প্রার্থী হয়েছিলেন সুভাষ। তবে শুধু ইডিই নয়, এর আগে ২০১৮ সালে আয়কর দফতরও তল্লাশি চালিয়েছিল সুভাষের বাড়িতে। সুভাষের বিরুদ্ধে ইতিমধ্যে ১৪টি মামলা দায়ের হয়েছে বলে খবর।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version