Friday, August 22, 2025

তালিকায় চমক ইউসুফ-রচনা, লোকসভার ৪২ প্রার্থী নিয়ে ব্রিগেডে ব়্যাম্পে মমতার

Date:

এই প্রথম ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশ থেকে প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের (TMC)। চূড়ান্ত চমক দিয়ে তালিকায় নাম প্রাক্তন ক্রিকেটর ইউসুফ পাঠান, অভিনেত্রী-সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন IPS অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক শর্মিলা সরকার-সহ বিভিন্ন পেশার মানুষ। আর বাংলার নির্বাচনী ইতিহাসে এই প্রথম ব্রিগেডের জনসমুদ্রের মধ্যে ব়্যাম্পে ৪২জন প্রার্থীকে নিয়ে হাঁটলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তৃণমূলের এবারের প্রার্থী তালিকায় চমক একাধিক। এত দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অথবা তার পরের দিন কালীঘাটের তৃণমূল কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করতেন মমত বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার নজিরবিহীন ভাবে, ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। তার উপর তাঁদের নিয়ে ব়্যাম্পে হাঁটা- অভিনব দৃশ্যের সাক্ষী থাকল বাংলা।

তালিকায় একের পর এক চমক। এদিনের সবচেয়ে বড় চমক তালিকায় ইউসুফ পাঠানের নাম। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর ঘাঁটি বলে পরিচিত বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। একেই রাজ্যে কংগ্রেস সাইনবোর্ড। তার উপর ইউসুফের স্পিনের সামনে অধীরের উইকেট পতন সময়ের অপেক্ষা বলে মত তৃণমূলের।

তালিকায় রয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এটা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কেন্দ্র। নায়িকা বনাম নায়িকার লড়াইয়ে জমে যাবে হুগলি।

বর্ধমান পূর্ব-এ চিকিৎসক শর্মিলা সরকারকে প্রার্থী করা হয়েছে। দুর্গাপুরেও চমক। রয়েছেন আরেক বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটদলের ক্রিকেটার কীর্তি আজাদ। মালদহ উত্তরের প্রার্থীতেও চমক। তৃণমূলের প্রার্থী হলেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়।

একঝাঁক বিধায়ককে এবার লোকসভায় প্রার্থী করেছে তৃণমূল সভানেত্রী। রয়েছেন জুন মালিয়া, পার্থ ভৌমিক, নির্মলচন্দ্র রায়, বিশ্বজিৎ দাস। যাদবপুর থেকে প্রার্থী হলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ।

মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, বিপ্লব মিত্রকেও প্রার্থী করেছে তৃণমূল। তবে, যে কায়দায় এবার তৃণমূলের প্রার্থী তালিকায় ঘোষণা হল, তাতেই অর্ধেক যুদ্ধ জেতা হয়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।





Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version