Tuesday, August 26, 2025

রাজপথে সব রাস্তা আজ ব্রিগেডমুখী। অপেক্ষার অবসান, ব্রিগেডে শুরু তৃণমূল কংগ্রেসের ‘জনগর্জন সভা’র (Janogarjon Sabha)পূর্ববর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান। ঘড়ির কাঁটায় ঠিক সকাল ১১টায় মঞ্চে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন দেবলীনা কুমার (Debolina Kumar)ও তাঁর নৃত্যগোষ্ঠী। শুরুতে ‘ ধিতাং ধিতাং’ বোলে ব্রিগেডে উপস্থিত অসংখ্য কর্মী সমর্থকের উন্মাদনা চোখে পড়ার মতো। এরপরই মঞ্চে আসেন মন্ত্রী শশী পাঁজা ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত অতিথি, রাজ্য ও জেলাস্তরের বিভিন্ন শাখা সংগঠনের বরণ করে নেওয়া হয়। ততক্ষণে মঞ্চে পরিবর্তন গোষ্ঠীর তাঁদের সঙ্গীত উপস্থাপনে প্রস্তুত। তাঁদের গলায় ধ্বনিত হল তৃণমূলের জয়গান। ততক্ষণে মাঠ প্রায় অর্ধেকের বেশি ভরে গিয়েছে। মুখে ‘জয় বাংলা’ শ্লোগান আর হাতে তৃণমূলের পতাকা নিয়ে আজ সবার গন্তব্য শুধুই ‘জনগর্জন সভা’।

রবিবাসরীয় কলকাতায় আজ অন্য মেজাজ। আজ সকলের মুখে শুধুই মমতা – অভিষেক, লক্ষ্য জনগর্জন সভা। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সব জেলা থেকেই তৃণমূল কর্মী সমর্থকেরা আজ রাজপথে। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু করে হাজরা কিংবা হাওড়া স্টেশন, একাধিক মিছিল এগোচ্ছে ব্রিগেডের দিকে। কারোর হাতে ঢাক, কেউ এনেছেন তাসা, কেউ আবার প্রতীকী ওয়াশিং মেশিনে বিজেপিকে তুলোধোনা করছেন। ব্রিগেড সভামঞ্চে আর কিছু ক্ষণের মধ্যে তৃণমূল নেতা-নেত্রীরা বক্তব্য রাখতে শুরু করবেন। তার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।

মঞ্চে কখনও বাংলা আধুনিক গান আবার কখনও কালজয়ী ‘ হৃদমাঝারে রাখব’ গেয়ে উঠলেন লক্ষণ দাস বাউল। এদিন পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ পরিবেশন করেন শিল্পী যোধারাম কুমার। বাংলা ব্যান্ড ‘জয়ী’ সঙ্গীত পরিবেশন করে। কড়া রোদেও রেকর্ড ভিড় তৃণমূলের ব্রিগেডে।


Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version