Wednesday, May 7, 2025

ভোটে প্রথম বারের জন্য প্রার্থীর খরচ তালিকায় যুক্ত হচ্ছে ‘টোটো’

Date:

Share post:

বাস, ট্রাক, ট্যাক্সির সঙ্গে এবার ভোটে প্রথম বারের জন্য প্রার্থীর খরচ তালিকায় যুক্ত হচ্ছে ‘টোটো’ বা ই-রিক্সাও। নির্বাচনী প্রচারে টোটো ব্যবহার বেড়ে যাওয়ায় এবার এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। টোটো ব্যবহারের সুবিধা হল, ছোট গলিতেও সহজে টোটো প্রবেশ করতে পারে। ফলে রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচনী প্রচারে টোটোকে কাজে লাগানোর প্রবণতা বেড়েছে।সেকারণেই এবারের লোকসভা নির্বাচনে প্রচারের ক্ষেত্রে টোটো ব্যবহার হলেই, সেই বাবদ কত খরচ হল তার হিসাব দিতে হবে প্রার্থীকে। প্রার্থীর ভোট খরচের সঙ্গে তা যুক্ত করা হবে বলে এক নির্দেশিকায় জানিয়েছে নির্বাচন কমিশন।একজন প্রার্থী ভোটে ৯৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারেন। সেই খরচের মধ্যেই এবার যুক্ত হবে টোটো নিয়ে প্রচারের খরচও।

তবে নির্বাচনী প্রচারে টোটোর ব্যবহারের ক্ষেত্রেও একাধিক নিয়ম বিধি আরোপ করেছে কমিশন। প্রার্থীদের উদ্দেশ্যে জারি করা ওই নির্দেশিকায় জানানো হয়েছে, কোনও প্রার্থীর প্রচারে টোটো বা ই-রিক্সা ব্যবহার করা হলে সংশ্লিষ্ট প্রার্থীকে আগে থেকে রিটার্নিং অফিসারের কাছে তার বিস্তারিত তথ্য জানাতে হবে। কত গুলি টোটো কোন এলাকায় কীভাবে প্রচারের কাজে ব্যবহার করা হবে তার পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে প্রার্থীকে। এছাড়াও নির্দেশিকায় কমিশন জানিয়েছে, কোনও পারমিটহীন বা অনুমোদনহীন টোটো প্রচারের কাজে ব্যবহার করা যাবে না।

এরই পাশাপাশি,পুর এলাকায় প্রচারে টোটো ব্যবহার হলে সেই টোটোকে সংশ্লিষ্ট পুরসভা থেকে অনুমোদন প্রাপ্ত হতে হবে। পঞ্চায়েত এলাকায় টোটোর ব্যবহার হলে সেই টোটো চালককে আগে থেকে রিটার্নিং অফিসারের কাছ থেকে পারমিট সংগ্রহ করতে হবে বলেও ওই নির্দেশে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কমিশন জানিয়েছে, কোনও টোটো স্বেচ্ছায় কোনও রাজনৈতিক দলের পোস্টার লাগিয়ে যাত্রী বহনের কাজ করতেই পারে, সেক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। তবে প্রচারের কাজে ব্যবহার হলেই টোটো চালককে আলাদা করে পারমিট সংগ্রহ করতে হবে।

 

spot_img

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...