Thursday, August 21, 2025

“খেলা হবে” স্লোগান তুলেই প্রচার শুরু তৃণমূলের বিশ্বকাপ জয়ী প্রার্থী কীর্তি আজাদের

Date:

আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রবিবাসরীয় ব্রিগেডের জনগর্জনের মধ্যেই রাজ্যের ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। সেই তালিকায় পরতে পরতে চমক। যার অন্যতম কীর্তি আজাদ। যিনি ১৯৮৩ সালে ভারতের বিশ্ব কাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এবার বর্ধমান দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ।

নাম ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন কীর্তি।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “খেলা হবে” স্লোগানেই আস্থা রাখছেন বিশ্ব চ্যাম্পিয়ন কীর্তি আজাদ। আজ, সোমবার সকালে বর্ধমানের অধিষ্ঠাত্রী সর্বমঙ্গলা দেবীর মন্দিরে পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন দলের সমর্থকেরা।

এরপর একটি দেওয়াল লেখায় হাতও লাগান। স্থানীয় রাধারাণী স্টেডিয়ামের মাঠে আসেন। তখন সেখানে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। স্থানীয় অল্পবয়সী খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং প্রয়োজনীয় টিপস দেন। তাঁর কথায়, “‘এটা আমার কাছে সরস্বতীর মন্দির। যে খেলা আমাকে এত কিছু দিয়েছে তার কাছে এলাম। ওদের বলেছি। ভাল খাওয়া দাওয়া করো। আমি মৈথীলী। তাই বলেছি, নানা রকম মাছ খাও। ছোট মাছ খাও। সফট ড্রিঙ্ক না খেয়ে নিম্বু পানি খাও, চিনি দিয়ে”!

রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে কীর্তি আজাদ বলেন, “কোনও আসন কারও স্থায়ী হতে পারে না। বর্ধমানও নয়। সিপিএমের চৌত্রিশ বছরের শাসনকে দিদি হারিয়ে দিয়েছেন। মোদি-অমিত শাহ তো অনেক কিছু বলেছিলেন। আর দিদি হুইলচেয়ারে বসে খেলা হবে বলে দেখিয়ে দিয়েছেন।” মানুষের আশীর্বাদে জিতলে আগের মতই তিনি খেলার জন্য কিছু করবেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু যা করবেন দলের নেতাদের সঙ্গে আলোচনা করেই হবে। বিজেপিকে কুৎসাকারী, মিথ্যাবাদী বলেও কটাক্ষ করেন কীর্তি।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version