Wednesday, August 27, 2025

দুই থানার জন্য ৩১৪টি পদের অনুমোদন নবান্নের

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও কাশিপুর থানা ইতিমধ্যেই কলকাতা পুলিশের আওতায় এসেছে। নতুন ডিভিশনও গঠন করা হয়েছে। ওই থানাগুলি ভেঙে ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট এবং চন্দনেশ্বর থানা তিরি হয়েছে। এই ডিভিশনে আরও ৪টি নতুন থানা হবে। সেগুলি হল হাতিশালা, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর ও বোদরা। জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানা ভেঙে ২টি নতুন থানা তৈরি করা হচ্ছে। সেই খেয়াদহ এবং আটঘরা থানাও চলে আসবে ভাঙড় ডিভিশনের অধীনে।এবার অরুণ খেয়াদহ এবং আটঘরা থানার জন্য রাজ্য সরকার ৩১৪টি পদের অনুমোদন দিয়ে দিল।

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার অধীনে থাকা নরেন্দ্রপুর থানাকে ভেঙে নতুন আরও ২টি থানা তৈরি করা হবে। নরেন্দ্রপুর থানা আগের মতোই বারুইপুর পুলিশের আওতায় থাকবে। তবে এই থানা ভেঙে নতুন করে তৈরি হতে চলা খেয়াদহ এবং আটঘরা নামের দুটি থানা কলকাতা পুলিশের অধীনে থাকবে। অন্যদিকে কলকাতা পুলিশের আওতায় থাকা এলাকা ও থানার সংখ্যা দুটোই বাড়ছে। এখন সেই খেয়াদহ এবং আটঘরা থানার জন্য ১৫৭টি করতে মোট ৩১৪টি পদের অনুমোদন দিয়েছে নবান্ন। সেই মর্মে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিও।

সেই বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে নতুন দুটি থানার জন্য ২জন করে মোট ৪জন ইন্সপেক্টর, ১০ জন করে মোট ২০জন সাব ইন্সপেক্টর, ৪জন করে মোট ৮জন মহিলা সাব ইন্সপেক্টর, ২জন করে মোট ৪জন সার্জেন্ট, ১২জন করে মোট ২৪জন এ এস আই, ৩জন করে মোট ৬জন মহিলা এ এস আই, ৮০জন করে মোট ১৬০জন কনস্টেবল, ৩০জন করে মোট ৬০জন মহিলা কনস্টেবল, ১২জন করে মোট ২৪জন ড্রাইভার, ১জন করে মোট ২জন ইউ ডি এ এবং সমসংখ্যক এল ডি এ নিয়োগ করা হবে। সব মিলিয়ে ৩১৪জন নিয়োগ হতে চলেছেন এই দুটি থানায়। বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে, যে ২৪জন ড্রাইভার নেওয়া হবে তাঁদের চুক্তির ভিত্তিতে নেওয়া হবে এবং তাঁদের মাসিক বেতন হবে ১৩৫০০ টাকা করে।

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...