Thursday, August 21, 2025

সভার নামে অশান্তির চেষ্টা! সন্দেশখালিতে ফের জারি ১৪৪ ধারা, পুলিশের পাল্টা চালে কুপোকাত বামেরা

Date:

নতুন করে আর কোনও অশান্তি বরদাস্ত নয়! আর সেকারণেই সন্দেশখালিতে (Sandeskhali) নতুন করে জারি হল ১৪৪ ধারা। সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে সন্দেশখালিকে অশান্ত করার লক্ষ্যে পথে নেমেছে সিপিএম (CPIM)। এদিন দুপুরে সভার নামে ফের শান্ত সন্দেশখালিতে অশান্তির চেষ্টা লাল ব্রিগেডের। এমন পরিস্থিতিতে অশান্তির আশঙ্কায় নতুন করে সন্দেশখালির একাধিক এলাকায় জারি হল ১৪৪ ধারা। পুলিশ (Police) সূত্রে খবর, এদিন সন্দেশখালি থানার অন্তর্গত বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালি ঘাট, ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া–আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া মোড় এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

আগে থেকেই সন্দেশখালির একাধিক জায়গায় জারি ছিল ১৪৪ ধারা। কিন্তু রবিবার সেই মেয়াদ শেষ হতেই সোমবার সন্দেশখালিতে সভার আয়োজন করে সিপিআইএম। কিন্তু নতুন করে বামেদের উস্কানিতে অশান্তি ছড়িয়ে পড়তে পারে সন্দেশখালিতে। আর সেকারণেই ফের নতুন করে ১৪৪ ধারা জারি করল পুলিশ। সূত্রের খবর, আগামী ৩ দিন ওই বিধি কার্যকরী হবে। সন্দেশখালি থানার ওসি গোপাল সরকার সাফ জানিয়েছেন, ‘‘নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত। সিপিএমের সভাকে কেন্দ্র করে নতুন করে যাতে ফের অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি করা হয়েছে ধামাখালি ঘাট-সহ একাধিক এলাকায়”।

আর পুলিশের এমন সিদ্ধান্তে সন্দেশখালির সামাজিক শিক্ষাকেন্দ্রের মাঠে গাজোয়ারি করতে না পেরে বেজায় ক্ষুব্ধ লাল শিবির। তবে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদা সতর্ক পুলিশ। ইতিমধ্যে একাধিক জায়গায় পিকেট বসিয়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version