Wednesday, November 5, 2025

ব্লু প্রিন্ট তৈরি, আইনি বৈধতা মিললেই শুরু হবে নিয়োগ: শিক্ষামন্ত্রী

Date:

আইনি বৈধতায় পুরো বিষয়টা আটকে আছে। সেই বৈধতা মিললেই এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। সোমবার এসএলএসটি কর্মপ্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।এদিন এই আইনি জট নিয়ে হাইকোর্টে এজি কিশোর দত্তের সঙ্গে বৈঠকে বসেন কুণাল ঘোষ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও রাজ্যের তরফের আইনি পরামর্শদাতা, শিক্ষা সচিব মণীশ জৈন, স্কুল কমিশনার ও স্কুল ডেপুটি সেক্রেটারি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, পুরো বিষয়টিই আইনি বৈধতার উপর নির্ভর করছে। আইনি বৈধতা পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই নিয়োগ দেবে রাজ্য।

শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসেবে যখন রায় দিয়েছেন, তখন তিনি বলেছেন যে তিনি একজন নিরপেক্ষ বিচারপতি হিসেবেই রায় দিয়েছেন কোনও রকম রাজনৈতিক দলের হয়ে রায় দেননি। কিন্তু এখন বোঝা যাচ্ছে তার কথা কতটা অমূলক। শিক্ষামন্ত্রীর সাফ কথা, ২০২২ সালে যখন এসএসসি চেয়ারম্যান আবেদন করে বলেছিলেন আদালত যদি বলে সুপার নিউমেরিক পদ বাতিল করতে হবে, তাহলে শিক্ষা দফতর তাই করতে রাজি। কিন্তু এর ফলে যাঁরা বঞ্চিত হবে তাঁদের কীভাবে চাকরি দেওয়া হবে সেটাও কি আদালতই বলে দেবে? যদি তাই হয় শিক্ষা দফতর সেই অনুযায়ী এগোবে। কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় তখন সমাধান না দিয়ে আরও জটিলতা তৈরি করে দিয়েছেন।

এজির সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু হাই কোর্টে দ্রুততার সঙ্গে শুনানি চলছে, আশা করা যায় দ্রুত তা শেষ হবে। তাই এখনই কোনও প্রক্রিয়ায়  না গিয়ে, রায়ের জন্য অপেক্ষা করা হবে।

কুণাল ঘোষ জানান, দু দফায় বৈঠক হয়েছে আজ। মারাত্মক আইনি জটে সবটা আটকে। কারোর ভুলের জন্যই যে এই জট তৈরি হয়েছে তা অস্বীকার করার জায়গা নেই। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইচ্ছা করলেই সমাধান দিতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি, বদলে আইনি জট বাড়িয়ে দিয়ে গেছেন। সেই জট খোলার চেষ্টা করা আছে। মুখ্যমন্ত্রী নিয়োগ দিতে চাইছেন, শিক্ষামন্ত্রী চাইছেন, শিক্ষাসচিব চেষ্টা করছেন। অথচ আইনি জটিলতা পুরো বিষয়টিকে জটিল করে তুলেছে।

এজির সঙ্গে বৈঠকে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জরুরী ভিত্তিতে শুনানি চলছে। প্রায় প্রতিদিনই শুনানি চলছে। এখন রায়ের জন্য অপেক্ষা।

চাকরিপ্রার্থীদের তরফে সইদুল্লা জানান, তাঁরা সরকারের কাছে কৃতজ্ঞ। আইনি জট কাটার জন্য আশাবাদী তাঁরা। সবাই চেষ্টা করছেন, আশা করছি জট কেটে দ্রুত সমস্যার সমাধান হবে।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version