Saturday, November 22, 2025

লক্ষ্য লোকসভা নির্বাচন, রণকৌশল সাজাতে আজ নজরুল মঞ্চে বিশেষ বৈঠক অভিষেকের

Date:

ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে। এবার রণকৌশল সাজিয়ে নেওয়ার পালা। ইতিমধ্যেই জেলায় জেলার মুখ্যমন্ত্রীর (CM) সফর যেমন চলছে, ঠিক তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রণকৌশল ঠিক করছেন। আজ নজরুল মঞ্চে দুপুর ১২ নাগাদ এসসি-এসটি এবং ওবিসি সেলের নেতাদের নিয়ে বৈঠক করতে চলেছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজনৈতিক দলের একাংশ মনে করছে লোকসভা ভোটকে সামনে রেখে তপশিলি জনজাতিদের নিয়ে একটা টিম গঠন করতে চায় তৃণমূল বলেই মনে করা হচ্ছে। মূলত তপশিলি জাতি ও উপজাতিদের এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার চালাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

রবিবার ব্রিগেডে জনগর্জনের মঞ্চ থেকেই বেজে গিয়েছে দামামা। চলতি সপ্তাহে ভোটের দিন ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। একদিকে তৃণমূল সুপ্রিমো মানুষের দরবারে পৌঁছে যাচ্ছেন, জেলায় জেলায় সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে তাঁর উপস্থিতি সাধারণ মানুষের মনে এক আলাদা উন্মাদনা সৃষ্টি করছে। অন্যদিকে দলের কর্মী সমর্থকদের নিয়ে বিজেপির মোকাবেলা করার স্ট্র্যাটেজি ঠিক করছেন অভিষেক। তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন তপশিলি জাতিভুক্ত ১০ জন। তাঁরা হলেন কোচবিহারের জগদীশচন্দ্র বসুনিয়া, জলপাইগুড়ির নির্মলচন্দ্র রায়, রানাঘাটের মুকুটমণি অধিকারী, জয়নগগরের প্রতিমা মণ্ডল, মথুরাপুরের বাপি হালদার, আরামবাগের মিতালি বাগ, বাঁকুড়ার বিষ্ণুপুরের সুজাতা মণ্ডল, বর্ধমান পূর্বের ডঃ শর্মিলা সরকার, বোলপুরের অসিত কুমার মাল এবং বনগাঁর বিশ্বজিৎ দাস। তফসিলি উপজাতিভুক্ত ৩ জন হলেন আলিপুরদুয়ারের প্রকাশচিক বরাইক, দার্জিলিংয়ের গোপাল লামা এবং ঝাড়গ্রামের কালীপদ সোরেন। সদ্য টিকিট পাওয়া কাঁথির উত্তম বারিক এবং পুরুলিয়ার শান্তিরাম মাহাতো অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত। উত্তরবঙ্গের তপশিলি প্রার্থীরা এই বৈঠকে থাকছেন না। আগামী ১৪ মার্চ জলপাইগুড়ি যাচ্ছেন অভিষেক। উত্তরবঙ্গের তপশিলি প্রার্থীদের নিয়ে বৈঠক সেখানেই হবে। আজকের বৈঠকে প্রতি ব্লক থেকে কমপক্ষে ৫-৭ জন এসসি, এসটি এবং ওবিসি প্রতিনিধিরাও থাকবেন। লোকসভা নির্বাচনের আগে নজরুল মঞ্চে অভিষেকের এই মিটিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


Related articles

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা: মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা

গত প্রায় এক সপ্তাহ ধরে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের মেঘ জমেছে। যার জেরে ইতিমধ্যেই বাংলায় ঢুকে পড়েছে প্রচুর পরিমাণ...

হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে ধূলিসাৎ ব্রিটিশদের বাজবল, ইডেনকেও ছাপিয়ে গেল পারথ

কয়েকদিন আগেই ইডেনে আড়াই দিনে টেস্ট ম্যাচের ফয়সালা হওয়া নিয়ে অনেক কথা হয়েছিল। কিন্তু ডনের দেশে টেস্ট শেষ...

বিশেষ দলকে সুবিধা দিতে নাম বাদের ষড়যন্ত্র! মৃত্যুর দায় এড়াতে পারে না কমিশন: নালিশ তৃণমূলের

SIR প্রক্রিয়ার চাপে মানুষের মৃত্যুর অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দৃষ্টি আকর্ষণ করল  তৃণমূল (TMC)। শনিবার, রাজ্যের...

আর কত প্রাণ যাবে? আরও এক মহিলা BLO-র আত্মহত্যায় নির্বাচন কমিশনকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপের জেরে রাজ্যে আবারও আত্মঘাতী মহিলা বিএলও(BLO)। তাঁর আত্মহত্যার ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata...
Exit mobile version