শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৯ তম জন্মতিথি উৎসব (Sri Ramakrishna Birth Anniversary) উপলক্ষ্যে আজ সকাল থেকেই ভক্ত সমাগম বেলুড়মঠ- কামারপুকুরে। ভোরে প্রতিদিনের মতো আজও মঙ্গলারতি দিয়ে দিনের শুরু হয়। বেলুড়ে মূল মন্দিরের পাশে অস্থায়ী ভাবে নির্মিত মণ্ডপে সকাল ৮টা থেকে শুরু হয় নানা ধর্মীয় অনুষ্ঠান— বৈদিক মন্ত্রচারণে উদ্বোধনী সঙ্গীত, রামকৃষ্ণ কথা, ধর্মসভার আয়োজন করা হয়েছে।
সকাল ১১টা থেকে ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থাও রয়েছে। এদিন প্রভাত ফেরির মাধ্যমে রামকৃষ্ণ মঠ মিশনের (Ramakrishna Math Ramakrishna Mission) বিভিন্ন শাখা সংগঠন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় ।কামারপুকুরেও (Kamarpukur) ভক্ত সমাগমে জমজমাট মঠ মিশন চত্বর।
এদিন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড়ে প্রভাতী অনুষ্ঠানে ভক্তিগীতি পরিবেশিত হয়। মঠের (Ramakrishna Math) ব্রহ্মচারীগণ রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ তুলে ধরেন ভক্তদের সামনে। কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের তরফে নগর পরিভ্রমন করা হয়। বেলা বারোটা থেকে হাতে হাতে প্রসাদ বিতরণ করা হবে বলে জানা গেছে।