Saturday, November 29, 2025

খেলা জমিয়ে দিয়েছে দেবাংশু! হাওয়া বুঝতে আজ শুভেন্দুর সঙ্গে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

এখনও বিজেপি আনুষ্ঠানিক ভাবে তমলুকে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রে স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদ্ম প্রতীকী দাঁড়ানো কার্যত নিশ্চিত। তা আঁচ করতে পেরেই এই কেন্দ্রে দলের অত্যন্ত জনপ্রিয় যুবনেতা, সুবক্তা, আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করিয়ে খেলার আগেই খেলা জমিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। নাম ঘোষণা হওয়ার পর থেকেই দেবাংশুর সমর্থনে তুমুল উৎসাহ উদ্দীপনায় প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

জমি আন্দোলনের পবিত্র ভূমি নন্দীগ্রাম থেকেই প্রচার শুরু করেছেন দেবাংশু নিজেও। যা এখনই চাপে ফেলে দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিজেপিকে। তাই দল আনুষ্ঠানিক ভাবে প্রার্থী ঘোষণার আগেই জল মাপতে তড়িঘড়ি তমলুকে ছুটলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ, মঙ্গলবার তমলুক সফরে প্রথম বারের জন্য নন্দীগ্রামেও পা দেবেন তিনি। সঙ্গে থাকছেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

 

বিজেপি সূত্রে খবর, প্রথমে তমলুকে দলের জেলা দফতরে যাবেন অভিজিৎ। তার পর সেখান থেকে যাবেন তমলুকের বিখ্যাত বর্গভীমা মন্দিরে। মন্দিরে পুজো দেওয়ার কথাও রয়েছে তাঁর। দুপুর ১২টা নাগাদ নন্দীগ্রামে ঢুকবেন অভিজিৎ। শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে এসে রেয়াপাড়া এলাকার একটি শিবমন্দিরে পুজো দেবেন অভিজিৎ। নন্দীগ্রামে শুভেন্দুর যে দফতর, মঙ্গলবার সেখানেই মধ্যাহ্নভোজ করার কথা তাঁর।

 

নন্দীগ্রামে কর্মসূচি সেরে কাঁথিতে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জেও যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। দেখা করতে পারেন শুভেন্দুর বাবা তথা কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারীর সঙ্গে। তবে নাম ঘোষণা হওয়ার আগেই তমলুক ছুটে যাওয়ায় একটি বিষয় অন্তত পরিষ্কার, তৃণমূল এই কেন্দ্রে দেবাংশুর নাম ঘোষণা করতে অনেকটাই চাপে পড়ে গিয়েছেন সদ্য স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...