Sunday, November 2, 2025

খেলা জমিয়ে দিয়েছে দেবাংশু! হাওয়া বুঝতে আজ শুভেন্দুর সঙ্গে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

এখনও বিজেপি আনুষ্ঠানিক ভাবে তমলুকে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রে স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদ্ম প্রতীকী দাঁড়ানো কার্যত নিশ্চিত। তা আঁচ করতে পেরেই এই কেন্দ্রে দলের অত্যন্ত জনপ্রিয় যুবনেতা, সুবক্তা, আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করিয়ে খেলার আগেই খেলা জমিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। নাম ঘোষণা হওয়ার পর থেকেই দেবাংশুর সমর্থনে তুমুল উৎসাহ উদ্দীপনায় প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

জমি আন্দোলনের পবিত্র ভূমি নন্দীগ্রাম থেকেই প্রচার শুরু করেছেন দেবাংশু নিজেও। যা এখনই চাপে ফেলে দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিজেপিকে। তাই দল আনুষ্ঠানিক ভাবে প্রার্থী ঘোষণার আগেই জল মাপতে তড়িঘড়ি তমলুকে ছুটলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ, মঙ্গলবার তমলুক সফরে প্রথম বারের জন্য নন্দীগ্রামেও পা দেবেন তিনি। সঙ্গে থাকছেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

 

বিজেপি সূত্রে খবর, প্রথমে তমলুকে দলের জেলা দফতরে যাবেন অভিজিৎ। তার পর সেখান থেকে যাবেন তমলুকের বিখ্যাত বর্গভীমা মন্দিরে। মন্দিরে পুজো দেওয়ার কথাও রয়েছে তাঁর। দুপুর ১২টা নাগাদ নন্দীগ্রামে ঢুকবেন অভিজিৎ। শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে এসে রেয়াপাড়া এলাকার একটি শিবমন্দিরে পুজো দেবেন অভিজিৎ। নন্দীগ্রামে শুভেন্দুর যে দফতর, মঙ্গলবার সেখানেই মধ্যাহ্নভোজ করার কথা তাঁর।

 

নন্দীগ্রামে কর্মসূচি সেরে কাঁথিতে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জেও যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। দেখা করতে পারেন শুভেন্দুর বাবা তথা কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারীর সঙ্গে। তবে নাম ঘোষণা হওয়ার আগেই তমলুক ছুটে যাওয়ায় একটি বিষয় অন্তত পরিষ্কার, তৃণমূল এই কেন্দ্রে দেবাংশুর নাম ঘোষণা করতে অনেকটাই চাপে পড়ে গিয়েছেন সদ্য স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...