Sunday, May 4, 2025

CAA-NRC মানছি না-মানব না! স্লোগান তুলে বুধে শিলিগুড়িতে প্রতিবাদ-মিছিল তৃণমূল সুপ্রিমোর

Date:

CAA-NRC মানছি না, মানব না- এই স্লোগান তুলে বুধবার শিলিগুড়িতে মিছিল করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিলিগুড়ির মৈনাক থেকে ভেনাস মোড় পর্যন্ত মিছিলে সবাই পা মেলাতে আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার, দুপুরে হাবড়ায় সরকারি পরিষেবা প্রদান ও সভার পরে সরকারি শিলিগুড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী। হাবড়ার পরে, সেখানেও CAA লাগুর প্রতিবাদে তীব্র আক্রমণ করেন।

এদিন শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “ক্যা (CAA) আমার পছন্দ নয়। কিছুদিন আগে আধার কার্ড ডি অ্যাক্টিভেট করা হচ্ছিল। মানুষের অধিকার চিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা কী করবেন সেটা আপনাদের ব্যাপার। আমার কাজ সতর্ক করা। সেটাই করছি। পাকিস্তান, আফগানিস্তানকে নেওয়া হল। পাঁচটা সম্প্রদায়কে রাখল, আর মুসলমানদের বাদ দিয়ে দিল, যেন তাঁদের কোনও অবদান নেই! সবাই মিলেমিশে থাকুন। আমায় কিছু বলার থাকলে বলুন। আমি কখনওই বলব না যে আমি ভুল করি না। কাজ করলে ভুল হতে পারে। আমি ভগবান নই।“

তোপ দেগে মমতা বলেন, “অনেক দেশ যেমন আমেরিকায় ৫ বছর থাকার গ্রিন কার্ড দিয়ে দেওয়া হয়। কোথাও ১০ বছরে দেওয়া হয়, কোনও কোনও দেশে ৭ বছরে দিয়ে দেওয়া হয়। যদি আপনারা এই নিয়ম করতেন, জেলাশাসকের উপর দায়িত্ব দিতে পারতেন। যে এখানে ১০ বছর রয়েছে এমন কেউ আবেদন করলে এবং তাঁর সমস্ত নথিপত্র ঠিক থাকলে তাঁকে নাগরকত্ব দেওয়া যেতে পারে। সারা বিশ্ব যা করেছে, সেই আইন অনুসরণ করেনি। এটি মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার আইন, খুবই মারাত্মক। যদি বাবা মায়ের মৃত্যু হয়ে গিয়ে থাকে, তাহলে কী ভাবে জন্মের সার্টিফিকেট আনবেন?“

এর পরেই তোপ দেগে মমতা বলেন, CAA-NRC মানছি না, মানব না। ঘোষণা করেন, তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে বুধবার প্রতিবাদ মিছিল করেন তৃণমূল সুপ্রিমো। সবাইকে সেই মিছিলে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।




Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version