Friday, August 22, 2025

বিজেপিকে (BJP) এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের (TMC) সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে রাজ্য বিজেপিকে  মনরেগা (MANREGA) ও আবাস যোজনার (Awas YOjna) শ্বেতপত্র (White Paper) সঙ্গে নিয়ে আসতে বললেন তিনি। এদিন দুপুরেই ময়নাগুড়ির ওই মাঠে সভা করবেন অভিষেক। আর তার আগেই বিজেপিকে(BJP) হুঙ্কার তৃণমূল (TMC) সাংসদের। বৃহস্পতিবারই মনরেগা ও আবাস যোজনায় কেন্দ্র এক পয়সাও বরাদ্দ করেনি বলে এক্স হ্যান্ডেলে মোদি সরকারকে কড়া আক্রমণ করেন অভিষেক। তিনি সাফ জানান, “মিথ্যাচার করার জন্যই জনগণের টাকা নয়ছয় করছে কেন্দ্রের বিজেপি সরকার”। এরপরই বিজেপিকে মুখোমুখি বসে তর্কের কথা জানান। আর অভিষেকের চ্যালেঞ্জের পর নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তর্জন, গর্জন শুরু বঙ্গ বিজেপির। অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করে গেরুয়া শিবিরের তরফে বিতর্কের জন্য প্রতিনিধি পাঠানোর কথা জানানো হয়। তবে মুখের বা সোশ্যাল মিডিয়ায় লাফালাফি করলেও অভিষেকের সামনে বঙ্গ বিজেপির কোনও প্রতিনিধি আদৌ কী আসবেন নাকি পুরোটাই কথার কথা? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বৃহস্পতিবার ময়নাগুড়িতে সভা করবেন অভিষেক। আর তার আগেই এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে ফের আক্রমণাত্মক তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে কেন্দ্রের মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক আরও লেখেন, আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। পাশাপাশি তিনি ভুল হলে তা প্রমাণের জন্য বিজেপিকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি। এরপরই নিজেদের মিথ্যাচার ধামাচাপা দিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট চালাচালি শুরু করে বিজেপি। অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করে বঙ্গ বিজেপির তরফে ময়নাগুড়িতে প্রতিনিধি পাঠানোর কথা ঘোষণা করা হয়। এরপর অভিষেক সময়, তারিখ ও স্থানের উল্লেখ করে তাঁদের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

রবিবারই ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চ থেকে লোকসভার ৪২ আসনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। আর তারপর বুধবার থেকেই দলের নির্দেশ মতো প্রার্থীদের নিয়ে নির্বাচনী কেন্দ্রে প্রচার শুরু হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘অধিকার যাত্রা’। এদিকে বৃহস্পতিবারই জলপাইগুড়িতে সভা করার কথা রয়েছে অভিষেকের। তার আগেই বাংলার বিরুদ্ধে বঞ্চনার প্রসঙ্গ তুলে ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় যে কেন্দ্র এক পয়সাও বরাদ্দ করেনি সেই সত্য সামনে আনলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।

 

 

Related articles

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...
Exit mobile version